বিশ্বকাপ জিততে গিয়েছিলাম, খুবই খারাপ খেলেছি: শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৮০৪ নম্বর টুপি পরায় আমেরের শাস্তি
৯ ঘন্টা আগে
এবারের বিশ্বকাপে একেবারেই ভালো খেলেননি শাদাব খান। পুরো বিশ্বকাপে রীতিমতো অফ-ফর্মে ছিলেন পাকিস্তানের এই অলরাউন্ডার। সেমিফাইনালের রাস্তায় পুরো আসর জুড়ে থাকলেও শেষ মুহূর্তে বিদায় নিয়েছে পাকিস্তান। দল হারায় আফসোস বেড়েছে শাদাবের। নিজের বাজে পারফরম্যান্সের কথা অকপটেই স্বীকার করেছেন তিনি।
ভারতের মাটিতে লেগ স্পিন দিয়ে বিশ্বকাপে ত্রাস সৃষ্টি করতে পারতেন শাদাব। অথচ এতই গড়পড়তা পারফরম্যান্স ছিল তার, যে কারণে আসরের মাঝপথে উসামা মিরকে খেলানোর সিদ্ধান্ত নিতে হয় পাকিস্তানকে।

ক্যারিয়ারের শুরু থেকেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নিয়ে সবার প্রশংসায় ভাসতেন শাদাব। অথচ এবারের বিশ্বকাপে ছয়টি ম্যাচ খেলেও দুটির বেশি উইকেট নিতে পারেননি তিনি। তার অকার্যকর বোলিংয়ের কারণে মাঝের চারটি ম্যাচ একটানা হারে পাকিস্তান। শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেও ছিটকে যায় দলটি।
বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পরদিনই দেশে ফিরে যায় পাকিস্তান। দেশে ফিরে শাদাব বলেন, ‘আমি নিজেই খুব খারাপ করেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারিনি। যেটি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব রেখেছে।’
‘সবাই টুর্নামেন্ট জিততে যায়। আমরাও গিয়েছিলাম। কিন্তু সেটি হয়নি। আমরা সেমিফাইনালেই উঠতে পারিনি। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়—সবাই খুবই হতাশ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই আমরা খারাপ করেছি। এবারের বিশ্বকাপে আমরা আধুনিক যুগের ক্রিকেটটা খেলতে ব্যর্থ হয়েছি।’
বিশ্বকাপে গ্রুপ পর্বের অন্য দলগুলোর মতো মোট ৯টি ম্যাচ খেলেছে পাকিস্তান। দুই ম্যাচ জিতে আসর শুরু করলেও মোট পাঁচটি ম্যাচে হেরেছে বাবর আজমের দল। দেশে ফিরতে না ফিরতেই অবশ্য সমালোচকদের রোষানলে পড়েছে দলটি।