আইসিসির হল অব ফেমে এডুলজি-ডি সিলভা-শেবাগ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) হল অব ফেমে জায়গা করে নিয়েছেন ভারতের প্রমিলা ক্রিকেটার ডায়ানা এডুলজি, শ্রীলঙ্কান কিংবদন্তি অরবিন্দ্র ডি সিলভা এবং ভারতের দুই সংস্করণের বিশ্বকাপজয়ী ওপেনার বীরেন্দর শেবাগ। এক বিবৃতিতে আইসিসি এই তিনজনকে সংযুক্ত করার কথা জানিয়েছে।
আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৭ হাজারের বেশি রান করেছেন শেবাগ। ২০০৭ সালে টি-টোয়েন্টি, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জেতা এই ওপেনার ভারতের হয়ে ১০৪টি টেস্ট, ২৫১টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেন।

টেস্টে ৪৯.৩৪ গড়ে আট হাজার ৫৮৬ রান, ওয়ানডেতে ৩৫.০৫ গড়ে আট হাজার ২৭৩ রান এবং টি-টোয়েন্টিতে ২১.৮৮ গড়ে ৩৯৪ রান করেন নিজের সময়কার অন্যতম সেরা এই হার্ডহিটার ব্যাটার। আন্তর্জাতিক ক্রিকেটে তার অসাধারণ সাফল্যের কারণেই তাকে হল অব ফেমে জায়গা করে দিয়েছে আইসিসি।
ভারতের প্রমিলা ক্রিকেটে অসামান্য অবদান রেখেছেন ডায়ানা। তার নেতৃত্বে উন্নতির পথে এগিয়ে যায় ভারতের নারী ক্রিকেট। প্রায় তিন দশকের ক্যারিয়ারে ২০টি টেস্ট এবং ৩৪টি ওয়ানডে খেলেছেন এই বাঁহাতি অর্থোডক্স।
২৫.৭৭ গড়ে টেস্টে নিয়েছেন ৬৩ উইকেট। ১৬.৮৪ গড়ে ওয়ানডেতে নেন ৪৬ উইকেট। টেস্ট ও ওয়ানডেতে তার রান যথাক্রমে ৪০৪ এবং ২১১। খুব শক্তিশালী সংখ্যা না হলেও সেই সময়ের ক্রিকেটে দারুণ অবদান রাখেন তিনি।
এই দুই ভারতীয়র পাশাপাশি ডি সিলভাকেও হল অব ফেমে যুক্ত করেছে আইসিসি। ৯৩ টেস্ট এবং ৩০৮ ওয়ানডের ক্যারিয়ারে যথাক্রমে ছয় হাজার ৩৬১ এবং নয় হাজার ২৮৪ রান করেছেন ১৯৯৬ সালে লঙ্কানদের হয়ে বিশ্বকাপ জেতা ডি সিলভা।