জয় শাহ শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে: রানাতুঙ্গা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটের। একে একে খারাপ সংবাদ শুনছে দলটি। কয়েকদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছে দেশটি। যদিও অর্জুনা রানাতুঙ্গার মতে, শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংসের পায়তারা চলছে। এর পেছনে জয় শাহকে দায় দিচ্ছেন শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।
বিশ্বকাপে বাজেভাবে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। দেশটি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। শ্রীলঙ্কার কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয় আইসিসি। বোর্ডটিতে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে লঙ্কানদের সদস্যপদ স্থগিত করে তারা।

এসবের পেছনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জেনারেল সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ'র হাত আছে বলে মনে করেন রানাতুঙ্গা।
সম্প্রতি সিংহল ভাষায় রানাতুঙ্গা এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছে। সে সৌরভ গাঙ্গুলীকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে গাঙ্গুলীকে বরখাস্তও করেছে।’
‘জয় শাহ এমন একজন, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে সে ওর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা। এসএলসির কর্মকর্তা ও জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিসিসিআইয়ের ধারণা, ওরা এসএলসিকে চাইলেই পদদলিত ও নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের একটা লোক শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। ওর চাপে এসএলসি তছনছ হয়ে যাচ্ছে।’
শ্রীলঙ্কার বাজে সময় শুরু হয় এশিয়া কাপ থেকে। মাসখানেক আগে শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয় দলটি। তারপর বিশ্বকাপে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় নয়ে জায়গা করে নেয় তারা। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না দলটির।