promotional_ad

জয় শাহ শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে: রানাতুঙ্গা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কা ক্রিকেটের। একে একে খারাপ সংবাদ শুনছে দলটি। কয়েকদিন আগেই আইসিসির নিষেধাজ্ঞা পেয়েছে দেশটি। যদিও অর্জুনা রানাতুঙ্গার মতে, শ্রীলঙ্কা ক্রিকেট ধ্বংসের পায়তারা চলছে। এর পেছনে জয় শাহকে দায় দিচ্ছেন শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক।


বিশ্বকাপে বাজেভাবে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। দেশটি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি। শ্রীলঙ্কার কফিনে যেন শেষ পেরেক ঠুকে দেয় আইসিসি। বোর্ডটিতে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে লঙ্কানদের সদস্যপদ স্থগিত করে তারা।



promotional_ad

এসবের পেছনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) জেনারেল সেক্রেটারি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ'র হাত আছে বলে মনে করেন রানাতুঙ্গা।


সম্প্রতি সিংহল ভাষায় রানাতুঙ্গা এক সাক্ষাৎকারে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটকে জয় শাহ নিয়ন্ত্রণ করছে। সে সৌরভ গাঙ্গুলীকে বিসিসিআইয়ের সভাপতি বানিয়েছিল এবং রাজনীতিতে যোগ দিতে বলেছিল। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সে গাঙ্গুলীকে বরখাস্তও করেছে।’


‘জয় শাহ এমন একজন, আপনি যদি এসব কথা ইংরেজিতে অনুবাদ করে প্রকাশ করেন, তাহলে সে ওর বাবার প্রভাব খাটিয়ে শ্রীলঙ্কার ক্রিকেটের সর্বনাশ করে ছাড়বে। শুধু বাবা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার কারণেই ওর এত ক্ষমতা। এসএলসির কর্মকর্তা ও জয় শাহর ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বিসিসিআইয়ের ধারণা, ওরা এসএলসিকে চাইলেই পদদলিত ও নিয়ন্ত্রণ করতে পারে। ভারতের একটা লোক শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে। ওর চাপে এসএলসি তছনছ হয়ে যাচ্ছে।’



শ্রীলঙ্কার বাজে সময় শুরু হয় এশিয়া কাপ থেকে। মাসখানেক আগে শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে উঠলেও ভারতের বিপক্ষে মাত্র ৫০ রানে অলআউট হয় দলটি। তারপর বিশ্বকাপে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় নয়ে জায়গা করে নেয় তারা। ফলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা হচ্ছে না দলটির।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball