promotional_ad

নেদারল্যান্ডসের হারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

১১ ঘন্টা আগে
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন প্রধান কোচ রায়ান কোচ বলেছিলেন, এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস যেভাবে খেলেছে তাতে ডাচদের প্রতি সবার সম্মান আছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশকে হারানো ডাচদের সম্মান না করে উপায়ও নেই। শেষ ম্যাচে ভারতকে হারাতে পারলে নিজেদেরকে নিয়ে আরও বেশি গর্ব করতে পারতো তারা।


সেই সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিটও কেটে ফেলতে পারতো তারা। যদিও বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস জয় পাবে, এমন বাজি ধরার মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেটার কারণ অবশ্য বিশ্বকাপে ভারতের ধারাবাহিক ও দাপুটে পারফরম্যান্স। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটা নসাৎ করে দিয়েছেন স্বাগতিক ব্যাটাররা।


লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরির সঙ্গে বিরাট কোহলি, রোহিত শর্মা ও শুভমান গিলের পঞ্চাশ পেরোনো ইনিংসে ৪১০ রানের পাহাড়সম পুঁজি পায় ভারত। বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ডাচরা থেমেছে ২৫০ রানে। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ১৬০ রানের বড় জয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সারল ভারত। এদিকে নেদারল্যান্ডসের হারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেল দুই জয়ে বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ।



promotional_ad

জয়ের জন্য ৪১১ রান তাড়ায় শুরুতেই ওয়েসলি ব্যারেসিকে হারায় নেদারল্যান্ডস। মোহাম্মদ সিরাজের অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর অবশ্য জুটি গড়ে তোলেন ম্যাক্স ও’ডাউড এবং কলিন অ্যাকারম্যান। তারা দুজনে মিলে যোগ করেন ৬১ রান। অ্যাকারম্যানকে বিদায় করে জুটি ভাঙেন কুলদীপ যাদব। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৩৫ রান করা অ্যাকারম্যান।


সঙ্গী হারিয়ে দ্রুতই বিদায় নিয়েছেন ও’ডাউড। রবীন্দ্র জাদেজার বলে বোল্ড হয়ে ফিরেছেন ৩০ রান করা এই ব্যাটার। হাফ সেঞ্চুরির আগে বিদায় নিয়েছেন ৪৫ রানের ইনিংস খেলা সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। শেষ দিকে তেজা নিদামানুরুর ৫৪ রানের ইনিংস কেবল হারের ব্যবধান কমিয়েছে। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ, সিরাজ, জাদেজা এবং কুলদীপ।


এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ভারতকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার গিল ও রোহিত। ইনিংসের শুরু থেকেই চার-ছক্কার বন্যা বইয়ে দিয়েছেন তারা দুজন। পাওয়ার প্লেতে ভারতীয় ওপেনারদের কোনো ধরনের চ্যালেঞ্জই জানাতে পারেননি নেদারল্যান্ডসের বোলাররা। তাতে করে প্রথম ১০ ওভারে ভারত কোনো উইকেট না হারিয়ে তোলে ৯১ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পর হাফ সেঞ্চুরি তুলে নেন গিল।


তরুণ এই ওপেনার পঞ্চাশ ছুঁয়েছেন মাত্র ৩০ বলে। যদিও হাফ সেঞ্চুরির পর দ্রুতই ফিরতে হয়েছে তাকে। পল ভ্যান মেকেরিনের বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে উড়িয়ে মেরেছিলেন গিল। তবে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা নিদামানুরু লাফিয়ে উঠে দুর্দান্ত এক ক্যাচ লুফে নিলে গিলকে ফিরতে হয়ে ৫১ রানের ইনিংস খেলে। গিল ফেরার পর হাফ সেঞ্চুরি পেয়েছেন রোহিতও।



পঞ্চাশ ছুুঁতে ভারতের অধিনায়ককে খেলতে হয়েছে ৪৪ বল। গিলের মতো হাফ সেঞ্চুরির পর আউট হয়েছেন রোহিতও। বাস ডি লিডের ব্যাক অব লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারতে গিয়ে ব্যারেসির হাতে ধরা পড়েছেন ৬১ রান করা এই ব্যাটার। এরপর শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে ভারতকে টানতে থাকেন কোহলি। তিনি হাফ সেঞ্চুরি করেছেন ৫৩ বলে। যদিও তাকে ফিরতে হয়েছে ৫১ রানের ইনিংস খেলে।


এর পরের গল্পটা কেবলই আইয়ার ও রাহুলের। ৪৮ বলে হাফ সেঞ্চুরি পাওয়া আইয়ার তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়েছেন ৮৪ বলে। সেঞ্চুরির পর আরও দ্রুত রান তুলতে থাকেন আইয়ার। ডানহাতি এই ব্যাটারকে দারুণভাবে সঙ্গ দেয়া রাহুলও সেঞ্চুরির দেখা পেয়েছেন। ডি লিডকে ছক্কা মেরে ৬২ বলে সেঞ্চুরি তুলে নেন রাহুল। যদিও সেই ওভারেই আউট হয়েছেন তিনি।


রাহুলকে থেমেছেন ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেলে। রাহুলের বিদায়ে ভাঙে আইয়ারের সঙ্গে তার ২০৮ রানের জুটি। এদিকে শেষ পর্যন্ত ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন আইয়ার। ভারত পায় ৪১০ রানের পুঁজি। নেদারল্যান্ডসের হয়ে দুটি উইকেট নিয়েছেন ডি লিড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball