বাংলাদেশে আসার আগে টেম্পারিংয়ের অভিযোগ থেকে মুক্ত নিকোলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
বিশ্বকাপ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট খেলতে আসছে নিউজিল্যান্ড। আসন্ন এই সিরিজের দলে আছেন হেনরি নিকোলস। যদিও কদিন আগেই এই বাঁহাতি ব্যাটারের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন এই কিউই ব্যাটার।
ক্রাইস্টচার্চে গত সপ্তাহে প্লাংকেট শিল্ড টুর্নামেন্টে ক্যান্টাবুরির হয়ে খেলতে নেমেছিলেন নিকোলস। সেই ম্যাচেই টেম্পারিংয়ের অভিযোগ উঠে তার বিরুদ্ধে। অকল্যান্ডের ইনিংসের ৩২, ৩৩ ও ৩৫তম ওভারে ফিল্ডারদের জন্য আনা হেলমেটে বল ঘষতে দেখা যায় তাকে।

অবশ্য বল ঘষতে দেখা গেলেও কোনো শাস্তি পেতে হচ্ছে না তাকে। ম্যাচের ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে বলের আকৃতি নষ্ট করার কোনো চেষ্টা ছিল না তার। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেসি) বোর্ডের প্রথম শ্রেণির ক্রিকেট কমিশন শনিবার আনুষ্ঠানিক শুনানির পর নিকোলসকে অভিযোগ থেকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দিয়েছে।
এই বিষয়ে এক বিবৃতিতে নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, 'নিকোলসের ওই কাজ কিংবা সামনে আনা প্রমাণে আইন ভঙ্গ করার মতো যথেষ্ট কিছু পাওয়া যায়নি। আমাদের মনে হয়েছে, ক্রিকেটারদের ওই কাজে বলের আকৃতি পরিবর্তনের কোনো চেষ্টা ছিল না।'
ক্যান্টাবুরির হয়ে সেই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন নিকোলস। তিনি প্রথম ইনিংসে করেছিলেন ১২০ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ৩০ রানের ইনিংস। ম্যাচটি ৮ উইকেটে জিতেছে নিকোলসের ক্যান্টাবুরি। প্লাঙ্কেট শিল্ডের আগের ম্যাচেও তিনি ১২০ রানের আরেকটি ইনিংস খেলেছিলেন তিনি।