promotional_ad

‘আমরা আগেও তিনশ করতাম’, শান্তর সঙ্গে একমত নন ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইমরুলের সেঞ্চুরি মিসের দিনে অঘটনের শিকার আবাহনী

৩ মার্চ ২৫
হাফ সেঞ্চুরির পর ইমরুল কায়েস, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের কারণে আলোচনায় এসেছে ব্যাটারদের টানা ব্যাটিং ব্যর্থতার বিষয়টি। এর মধ্যে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০৬ রান করে ম্যাচ হারের পর নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নিয়মিত তিনশ রান করার অভ্যাস নেই বাংলাদেশের ব্যাটারদের। এ কারণে ঘরের মাঠে স্পোর্টিং উইকেটও চেয়েছেন তিনি। শান্তর সঙ্গে একেবারেই একমত নন ইমরুল কায়েস। তার মতে, ওয়ানডেতে অনেক আগেই বাংলাদেশ তিনশ বা তার বেশি রান করার সামর্থ্য দেখিয়েছে।


বিশ্বকাপে কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনশ রানের গণ্ডি স্পর্শ করতে পেরেছে বাংলাদেশ। এ ছাড়া কোনও ম্যাচেই এর ধারে কাছে যেতে দেখা যায়নি বাংলাদেশকে। টাইগারদের এমন পারফরম্যান্সে হতাশ ইমরুল।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জি লাইভে ইমরুল বলেন, 'এই কথার সঙ্গে আমি একদম একমত না। ২০১১ সালেও যখন আমরা বিশ্বকাপ খেলি এবং বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার সাথে খেলি, তখনও কিন্তু আমরা তিনশ রান করেছি। আমরা যখন এশিয়া কাপ খেলেছি, তখনও তিনশ'র বেশি রান করেছি। এমন নয় যে আমরা অভ্যস্ত নই। আমরা এগুলো মিরপুরেই করেছি। অস্ট্রেলিয়া ৩৮০'র মতো করে, আমরা ৩০০'র কাছাকাছি করি। পাকিস্তানের সাথে এশিয়া কাপে আমরা তিনশ'র উপরে রান করেছি।'


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

৫ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

'আমাদের সক্ষমতা আছে, আমরা পারি না তা না। এখন আপনি আপনার দল নিয়ে কীভাবে চিনা করছেন, এটা আপনিই ভালো বুঝবেন। আজকে যেমন উইকেট ছিল, প্রত্যেক ব্যাটারই কিন্তু শুরুটা পেয়েছে, এমন না যে ওরা পায়নি। হয়ত বড় করতে পারেনি। শান্ত-রিয়াদ ভাই দুর্ভাগ্যবশত রানআউট হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা ৩৪০-৫০ করতাম। আমরা সঠিকভাবে আমাদের সুযোগ কাজে লাগাচ্ছি না, এজন্য হয়ত পারছি না।


বাংলাদেশের ব্যাটিং দুর্দশার মূল কারণগুলো একটি হচ্ছে মিরপুরের লো স্কোরিং উইকেটে নিয়মিত খেলে যাওয়া। এমন কথার সঙ্গে একমত পোষণ করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।



আগের দিন শান্ত বলেছিলেন, 'দেখেন, এরকম বোলিংয়ের বিপক্ষে আমরা তিনশ করেছি। যদি রান আউট দুটো না হতো বা মাঝখানে যদি আরেকটা বড় জুটি হতো, তবে ওখান থেকে সাড়ে তিনশই করতাম। তবে এটাও সত্য, আমরা যত ভালো উইকেটে খেলব... ওই অভ্যাসটা দরকার। আমরা কিন্তু জানি কীভাবে ২৬০ করতে হয়। কীভাবে আমরা তিনশ করতে পারি, এই অভ্যাসটা তৈরি হলে দেখা যাবে আমরা নিয়মিত ৩৩০-৩৫০ করতে পারছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball