দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১১ ঘন্টা আগে
স্বপ্নের বিশ্বকাপ মিশন শেষ করে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। আজ ৯.৪৫ মিনিটের একটি ফ্লাইটে দেশে অবতরণ করেছে লাল-সবুজের দল। বিমানবন্দর ছেড়ে ইতোমধ্যেই বের হয়েছেন দলের ক্রিকেটাররা।
বাংলাদেশ দলের কোচিং স্টাফের বেশির ভাগ সদস্যই ভারত থেকেই যার যার দেশে ফিরে গেছেন। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য আগেই দেশে ফিরেছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যান সাকিব। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরতে হয় তাকে।
গত ৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ভারতের একটি বিমানে দেশে ফেরেন সাকিব। সাকিবের বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে ডাকা হয় ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে। অবশ্য দলের সঙ্গে যোগ দিলেও ম্যাচ খেলা হয়নি বিজয়ের। অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল ফিল্ডিংই করেছেন তিনি।
এক বুক আশা নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। যদিও বিশ্বকাপ একটুও ভালো যায়নি বাংলাদেশের। এবারের বিশ্বকাপে খেলা নয়টি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরেছে বাংলাদেশ। যদিও আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সাকিব আল হাসানের দল।
কিন্তু এরপর একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। তারপরের ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে বাংলাদেশ। যদিও তারপরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে টাইগাররা।