promotional_ad

অধিনায়ক হতে প্রস্তুত শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৬ মার্চ ২৫
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

বিশ্বকাপের আগে সাকিব আল হাসানের ডেপুটি হিসেবে দায়িত্ব পান নাজমুল হোসেন শান্ত। ভারত যাওয়ার আগে সাকিব নিশ্চিত করে গেছেন, বিশ্বকাপের পর তিনি আর অধিনায়কত্ব করবেন না। শান্ত সহ-অধিনায়ক হওয়ায় বাংলাদেশের পরবর্তী অধিনায়ক হওয়ার কথা তারই। দায়িত্ব পেলে সেটির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন শান্ত।


তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেয়ার পর এশিয়া কাপের আগে নেতৃত্ব তুলে দেয়া হয় সাকিবের কাঁধে। ইচ্ছে না থাকার পরও বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হয়েছিলেন তিনি। বাড়তি চাপ নেয়ার ইচ্ছে না থাকায় বিশ্বকাপের পর থেকে ওয়ানডে দলের নেতৃত্বও চালিয়ে যেতে চান না। তাতে করে অধিনায়ক খুঁজতে নামতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।



promotional_ad

ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজর খেলার পর তিন ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সাকিবকে আগেভাগেই জানিয়ে দেয়ায় নতুন অধিনায়কের দায়িত্ব তুলে দেয়া হবে অন্য কারও কাঁধে। এমন দায়িত্ব পেলে সেটা লুফে নিতে চান শান্ত।


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১০ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তো করছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। এবং যদি সুযোগ আসে তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত।’


এবারের বিশ্বকাপে দুটি ম্যাচে অধিনায়ক করতে দেখা গেছে শান্ত। সাকিব না থাকায় ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে ছিলেন বাংলাদেশের অধিনায়ক। শুধু তাই নয়, বয়সভিত্তিক পর্যায়েও নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। বিশ্বকাপে দুটি ম্যাচে নেতৃত্ব দিলেও সাফল্য পাননি শান্ত।



যদিও বাঁহাতি এই ব্যাটার মনে করেন, অনেক কিছু শেখার ছিল। শান্ত বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপার যেটা বললেন দুটো ম্যাচই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল দুটা বড় দলের বিরুদ্ধে চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’


ওয়ানডের পাশাপাশি টেস্টেও নতুন অধিনায়ক খুঁজতে হবে বিসিবি। চোটের কারণে নিউজিল্যান্ড সিরিজে না সাকিবকে না পাওয়ার সম্ভাবনা বেশি। লিটন দাস সহ-অধিনায়ক হলেও ভারপ্রাপ্ত হিসেবে কাজ করতে চান না। কিউইদের বিপক্ষে অধিনায়ক হওয়ার দৌড়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আছে শান্তর নাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball