ঘরের মাঠে প্রতিটা উইকেটই স্পোর্টিং হোক: শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন
৬ মার্চ ২৫
বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও ব্যাটিং দুর্দশায় সেটা ক্রমশই ফিকে হয়ে গেছে। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনশ পার করতে পেরেছে বাংলাদেশ। এর ধারেকাছেও যেতে পারেনি একটি ম্যাচেও। বাংলাদেশের ব্যাটিং দুর্দশার মূল কারণগুলো একটি হচ্ছে মিরপুরের লো স্কোরিং উইকেটে নিয়মিত খেলে যাওয়া। এমনটা মানছেন নাজমুল হোসেন শান্ত নিজেও। বড় টুর্নামেন্টে ভালো খেলতে হলে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই বলেই মনে করেন তিনি।
আইসিসির ওয়ানডে সুপার লিগে তিনে থেকে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিল বাংলাদেশ। অথচ তারাই কিনা বিশ্বকাপে স্কোরবোর্ডে বড় রান তুলতে ব্যর্থ হয়েছে। যার পেছনে মিরপুরের উইকেটের দায় দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। মিরপুরের উইকেট প্রথাগতভাবেই খানিকটা মন্থর এবং স্পিন নির্ভর। গত এক দশকে নিজেদের বেশিরভাগ সিরিজই জিতেছে হোম অব ক্রিকেটে।

যার ফলে ভালো ব্যাটিং উইকেটে খেলার সুযোগ কিংবা অভ্যস্ততা হয়নি বাংলাদেশের ব্যাটারদের। বিশ্বকাপের বেশিরভাগ উইকেটই ব্যাটিং বান্ধব হয়ে থাকে। ভারত বিশ্বকাপেও ভিন্ন কিছু চোখে পড়েছে। স্পোর্টিং উইকেটের কথা ভেবে বিশ্বকাপের আগে সিলেটে ভালো উইকেট বানিয়ে সিরিজও খেলেছে বাংলাদেশ। তবে কাজে আসেনি কিছুই। কেবল অস্ট্রেলিয়ার সঙ্গেই কিছুটা রান তুলতে পেরেছে বাংলাদেশ।
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১০ ঘন্টা আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'অবশ্যই (আলাপ করা উচিত)। সবাই তো দেখলাম আমরা কী অবস্থায় আছি। আমরা যত খারাপ ব্যাট করেছি, অত খারাপ দল কিন্তু না। প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’
‘সেক্ষেত্রে বোলাররাও বুঝতে পারবে যে ভালো উইকেটে কীভাবে আমি তিনশ রান ডিফেন্ড করতে পারব। আমি আশা করি, ক্রিকেট বোর্ড অবশ্যই এ নিয়ে চিন্তা করেছে। তেমন উইকেটই (সামনে) দেওয়া হবে আশা করছি।'
বিশ্বকাপে খেলা নয়টি ম্যাচের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তানের বিপক্ষে হাড়ে বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কার সাথে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে লাল-সবুজের দল।