promotional_ad

দিল্লির অধিনায়ক হয়েই ২২ গজে প্রত্যাবর্তনের অপেক্ষায় পান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পান্তের সঙ্গে লড়াইয়ে যেতে চান না রাহুল

১ মার্চ ২৫
লোকেশ রাহুল ও ঋষভ পান্ত, আইসিসি

গত বছর সড়ক দুর্ঘটনায় ভয়ানকভাবে আহত হয়েছিলেন ঋষভ পান্ত। ছিলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষবারের মৌসুমেও। সেসময় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন নতুন অধিনায়কের অধীনে খেললেও দিল্লির আসল নেতা থাকবেন পান্তই। অবশেষে ২২ গজে ফিরতে যাচ্ছেন পান্ত। এবার তিনি থাকবেন দলটির নেতৃত্বেও। এমনটাই জানিয়েছেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি।


দিল্লি থেকে বন্ধুর বাড়িতে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। এরপর হঠাত তার গাড়িটি হাইওয়ের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হন তিনি। সেই ভয়ানক দুর্ঘটনা থেকে কোনও রকম প্রাণে বেঁচে ফিরেছিলেন পান্ত। ফলে একাধিক অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।



promotional_ad

বর্তমানে এই উইকেটরক্ষক ব্যাটার দিল্লি ক্যাপিটালসে তার সতীর্থদের সঙ্গেই রয়েছেন। যদিও তাদের সঙ্গে অনুশীলন করেননি। তবে সময় কাটিয়েছেন। এ সময় দলের কোচ পন্টিং ও ডিরেক্টর গাঙ্গুলির সঙ্গেও আলাপচারীতা সারতে দেখা যায় তাকে। গাঙ্গুলি জানান ১১ নভেম্বর পর্যন্ত দলের সঙ্গে থাকবেন পান্ত। তার প্রত্যাবর্তনের পাশাপাশি তিনি নিশ্চিত করেন দলের অধিনায়ক হয়েই ফিরবেন পান্ত।


আরো পড়ুন

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ‘স্পিরিট কোচ’ জ্যাকি শ্রফ

১৮ ঘন্টা আগে
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ‘স্পিরিট কোচ’ জ্যাকি শ্রফ

ভারতীয়দের সাবেক অধিনায়ক গাঙ্গুলি বলেন, 'ঋষভ পান্ত (শারীরিকভাবে) বেশ ভালো আছে। সে আগামী মৌসুম থেকেই খেলবে। সে এখন অনুশীলন করছে না। তবে ১১ নভেম্বর পর্যন্ত এখানে আছে। সামনেই (আইপিএল) নিলাম রয়েছে এবং সেই বিষয় নিয়েই তার সঙ্গে কিছু আলোচনা হয়েছে। কারণ সে দলের অধিনায়ক।'


অবশ্য শারীরিকভাবে পান্ত যে বেশ উন্নতি করেছেন সেটা তাকে দেখলেও আঁচ করা যায়। কারণ দুর্ঘটনার পর তিনি শরীরে যত জায়গায় আঘাত পেয়েছিল তার মধ্যে সবথেকে বড় আঘাত পেয়েছিলেন হাঁটুতে। তবে দিল্লির সতীর্থদের অনুশীলনে ঘোরাঘুরি করার সময় তার হাঁটুতে কোনও রকম স্ট্র্যাপ দেখা যায়নি।



এদিকে আইপিএলের শেষ মৌসুমে দলের হয়ে মাঠে নামতে না পারলেও দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পান্ত। তবে মাঠের লড়াইয়ে তিনি না থাকায় ডেভিড ওয়ার্নার দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার সবকিছু ঠিক থাকলে দিল্লীর আসল নেতাকেই মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball