promotional_ad

ভেটরির চোখে মেহেদী অসাধারণ বোলার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১০ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

কিউই কিংবদন্তি ড্যানিয়েল ভেটরি বাংলাদেশের স্পিনারদের নিয়েও কাজ করেছেন। কাছ থেকে দেখেছেন টাইগার স্পিনারদের। অস্ট্রেলিয়ার সহকারী কোচ ভেটরির মতে, দিনের ম্যাচে টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে বাংলাদেশের একাদশে সাকিবের না থাকাকে দেখছেন ‘বড় ফ্যাক্টর’ হিসেবে।


এক সময় বাংলাদেশের স্পিনারদের ধার বাড়াতে কাজ করেছেন ভেটরি। তবে বর্তমানে তিনি অস্ট্রেলিয়া দলের স্পিন বোলিং কোচ। তার অধীনেই এবারের বিশ্বকাপে অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলরা প্রতিপক্ষ দলগুলোকে বিপদে ফেলছেন নিয়মিত।



promotional_ad

এবার তার প্রতিপক্ষ বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে মাঠে নামার আগে নিউজিল্যান্ডের এই সাবেক স্পিনার জানিয়েছেন এই ম্যাচে টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে সাকিব আল হাসান এই ম্যাচে না থাকায় এটাকেই বড় ফ্যাক্টর হিসেবে দেখছেন এই অজি কোচ।


বাংলাদেশ ম্যাচের আগে ভেটরি বলেছেন, ‘আপনি যদি ইনডিভিজুয়ালি দেখেন তাহলে বুঝবেন তাঁরা কতটা ভালো। সাকিব এখানে নেই, এটা নিশ্চিতভাবেই বড় ফ্যাক্টর। মুশফিক-মাহমুদউল্লাহ আছে, তারা বিশ্বকাপে অনেক রান করেছে। আমরা আশা করছি দুই মেহেদী খেলবে।’


ভেটরি বিশেষ করে বাংলাদেশের স্পিনার শেখ মেহেদীকে প্রশংসায় ভাসিয়েছেন। তার চোখে মেহেদী দারুণ বোলার। এই স্পিনারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সুযোগ হয়েছিল এই অজি কোচের। সেখান থেকেই তাকে নিয়ে তৈরি হয়েছে মুগ্ধতা। শেখ মেহেদী ও মেহেদী হাসান মিরাজ দুজনই কার্যকরী বোলার মনে করেন ভেটরি।



তার ভাষ্য, ‘আশা করছি দুই মেহেদীই আমাদের বিপক্ষে এই ম্যাচে খেলবে। মেহেদী আমার অন্যতম পছন্দের ক্রিকেটার। ছোট মেহেদী, বড় মেহেদী না। আমি মনে করি সে অসাধারণ বোলার। তারা দুজনেই ভালো বোলার। তারা যতটা সুযোগ পেয়েছে তাতেই বোঝা গেছে তারা কতটা ভালো, কতটা ইফেক্টিভ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball