promotional_ad

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সিরিজ জয়

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে না পারলেও পাকিস্তানের সঙ্গে সিরিজ জিততে চেয়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের স্বপ্ন পূরণে নাহিদা আক্তার ও রাবেয়া খানরা বল হাতে ছিলেন দুর্দান্ত। সিদরা আমিনের ৮৪ রানের ইনিংসের পরও ১৬৬ রানের বেশি তুলতে পারেনি পাকিস্তানের মেয়েরা। সিরিজ জিততে ভালো ব্যাটিংয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে।


ফারজানা হক এবং মুর্শিদা খাতুন মিলে বাংলাদেশকে সেরা শুরুটাই এনে দিলেন। তাদের দুজনের হাফ সেঞ্চুরি ও শতরানের জুটিতে জয়ের দ্বারপ্রান্তেই ছিল বাংলাদেশ। তবে হুট করেই দ্রুত তিন উইকেট হারায় স্বাগতিকরা। তবে বিপদ হতে না দিয়ে বাংলাদেশের ৭ উইকেটের জয় নিশ্চিত করেন জ্যোতি এবং সোবহানা মোস্তারি।



promotional_ad

মিরপুরে জয়ের জন্য ১৬৭ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন ফারজানা ও মুর্শিদা। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪০ রান যোগ করেন তারা দুজন। দেখেশুনে ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারজানা। ৯০ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। আরেক ওপেনার মুর্শিদা হাফ সেঞ্চুরি পেয়েছেন ৮৮ বলে।


বাংলাদেশের ‍উদ্বোধনী জুটি ভাঙেন নাশরা সান্ধু। ফারজানা লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরলে ভাঙে মুর্শিদার সঙ্গে তার ১২৫ রানের জুটি। ডানহাতি এই ওপেনার আউট হয়েছেন ৬২ রানের ইনিংস খেলে। ফারজানা ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদা। ৫৪ রান করা বাঁহাতি এই ব্যাটারকে ফিরিয়েছেন নিদা রশিদ।


চারে নেমে সুবিধা করতে পারেননি ফাহিমা খাতুন। উম্মে হানির বলে রান আউটে কাটা পড়েছেন তিনি। দ্রুত তিন উইকেট হারালেও সোবহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে থাকেন জ্যোতি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। ৭ উইকেটের জয়ের দিনে জ্যোতি ১৮ এবং সোবহানা অপরাজিত ছিলেন ১৯ রানে।



এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল পাকিস্তান। উদ্বোধনী জুটিতে সাদাফ সামস এবং সিদরা মিলে ৬৫ রান যোগ করেন। নাহিদের স্পিনের ফাঁদে পড়ে লেগ বিফোর উইকেট হয়ে সামস ফিরলে ভাঙে তাদের এই জুটি। পাকিস্তানের এই ওপেনার আউট হয়েছেন ৩১ রানের ইনিংস খেলে।


এদিন ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মুনিবা আলী সিদ্দিকী, বিসমাহ মারুফ, আলিয়া রিয়াজ, নিদা রশিদ, নাজিহা আলভিরা। তবে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানকে টানছিলেন সিদরা। সেঞ্চুরি না পেলেও ৮৪ রানের ইনিংস খেলে পাকিস্তানকে ১৬৬ রানের পুঁজি এনে দেন। বাংলাদেশের হয়ে নাহিদা তিনটি এবং রাবেয়া দুটি উইকেট নিয়েছেন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball