promotional_ad

ইংল্যান্ডকে ভারতে রেখে একা ফিরতে চান না স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণ থাকলেও এবারের বিশ্বকাপের জন্য বাকি ম্যাচগুলো জস বাটলারের দলের জন্য ছিল কেবলই আনুষ্ঠানিকতার। বিশ্বকাপ শেষে হাঁটুর অস্ত্রোপচার করাবেন বেন স্টোকস। অস্ত্রোপচার করাতে দেরি হলে ভারতের বিপক্ষে ম্যাচ মিসের শঙ্কাও রয়েছে তারকা এই অলরাউন্ডারের।


ইংলিশরা বিশ্বকাপ থেকে আগেভাগে ছিটকে যাওয়ায় চাইলেই দেশে ফিরে হাঁটুর অস্ত্রোপচার নিয়ে ব্যস্ত হতে পারতেন স্টোকস। ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের সামনে এমন সুযোগও ছিল। তবে বাজে পারফরম্যান্সে বিশ্বকাপে ভরাডুবি হওয়া দলকে ভারতে রেখে একা ইংল্যান্ডে ফিরতে চান না তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে স্টোকস বলেন, ‘আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে হয়নি বলে সহজ উপায়ে তাড়াতাড়ি চলে যাওয়ার চিন্তা-ভাবনা ছিল না। আমরা এখানে একটি দল হিসেবে এসেছি এবং একসাথে চলে যাব।’


আরো পড়ুন

অস্ট্রেলিয়ায় ‘বাজবল’ ঝুঁকিপূর্ণ হবে, দাবি ওয়ার্নারের

১৬ ঘন্টা আগে
ধারাভাষ্যের সময় ওয়ার্নার, ক্রিকেট অস্ট্রেলিয়া

গত ফেব্রুয়ারি থেকে হাঁটুর চোটে ভুগছেন স্টোকস। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চড়া দামে বিক্রি হলেও দুই ম্যাচের বেশি খেলতে পারেননি। চেন্নাই সুপার কিংসও তাকে নিয়ে ঝুঁকি নেয়নি। হাঁটুর চোট স্টোকসকে ভুগিয়েছে অ্যাশেজেও।


মর্যাদার সেই সিরিজে এক প্রকার ব্যাটার হিসেবেই খেলেছেন তিনি। তারকা অলরাউন্ডার হলেও পুরো অ্যাশেজে স্টোকস বোলিং করেছেন মাত্র ২৯ ওভার। ধারণা করা হচ্ছিলো অ্যাশেজ শেষে হাঁটুর অস্ত্রোপচার করাবেন তিনি। যদিও সেই সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে আসেন স্টোকস।



মূলত বিশ্বকাপের কথা ভেবেই সেই সময় অস্ত্রোপচার করাননি তিনি। তবে ভারতে থেকে ফিরেই অস্ত্রোপচার করাবেন বলে নিশ্চিত করেছেন স্টোকস নিজেই। পুনবার্সন প্রক্রিয়া শেষে সেরে উঠতে ৫-৭ সপ্তাহ সময় লাগবে তার। এদিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতে ভারত যাবে ইংল্যান্ড।


হায়দরাবাদে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি। এর আগে সুস্থ হয়ে উঠতে পারবেন কিনা সেটাই এখন প্রশ্ন। যদিও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। অস্ট্রেলিয়া ম্যাচের আগে তিনি বলেছিলেন, ‘আশা করি আমি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য সুস্থ হয়ে উঠবো।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball