promotional_ad

বাংলাদেশ সফরের আগে নিকোলসের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

কদিন পরই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে হেনরি নিকোলসের। বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ডের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে বল টেম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি। ঘটনার সত্যতা পাওয়া গেলে বিপাকেই পড়তে হতে পারে কিউই এই তারকা ক্রিকেটারকে।


প্রথম শ্রেণির ক্রিকেট প্লাংকেট শিল্ডে ক্যান্টারবেরির হয়ে খেলেন নিকোলস। চলতি সপ্তাহে অকল্যান্ডের বিপক্ষে খেলতে হয়েছে তার দলকে। সেই ম্যাচের টিভি ফুটেজে দেখা যায় নিকোলস প্রান্ত বদল করার পর তিনি বল হেলমেটে ঘষছেন।



promotional_ad

যা ক্রিকেটের আইনের ৪১.৩ ধারা ভঙ্গ করে বলের অবস্থান পরিবর্তনের সঙ্গে জড়িত। অর্থাৎ বল টেম্পারিং করে বাড়তি সুবিধা নেয়ার চেষ্টা করেছেন নিকোলস, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেটের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার পর রিপোর্ট করেছেন আম্পায়াররা।


নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, নিকোলসকে হ্যাগলি ওভালে অনুষ্ঠিত প্ল্যাংকেট শিল্ডে ক্যান্টারবেরি এবং অকল্যান্ডের ম্যাচের তৃতীয় দিনে ৩.১ আইনের ১.১৫ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তারা জানিয়েছে, বিষয়টি পর্যালোচনার জন্য প্রথম শ্রেণির ক্রিকেটের একজন কমিশনারের কাছে পাঠানো হয়েছে।


কবে নাগাদ এটির শুনানি হবে সেটির তারিখ এখনও চূড়ান্ত হয়নি। এটি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি নিকোলস। এদিকে কদিন বাদেই বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে তার। অভিযোগ প্রমাণিত হলে তার বাংলাদেশ সফরের কি ধরনের প্রভাব পড়বে তা নিশ্চিত নয়।



ক্যান্টারবেরির ৮ উইকেটের জয়ের ম্যাচে বড় ভূমিকা রেখেছেন নিকোলস। প্রথম ইনিংসে মাত্র ২১৭ রানে গুটিয়ে যায় অকল্যান্ড। জবাব দিতে নেমে ক্যান্টারবেরি ৯ উইকেটে ৪১৩ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে। যেখানে একাই ১২০ রান করেছেন নিকোলস। ৬১ রান তাড়া করতে নেমে অপরাজিত ছিলেন ৩০ রানে। এবারের আসরে এটি তাদের প্রথম জয়। ছয় দলের টুর্নামেন্টে তাদের অবস্থান চারে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball