promotional_ad

আইসিসির তহবিল পেতে ফ্রান্সে ‘ভুয়া ম্যাচ’ আয়োজনের অভিযোগ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন

৯ মার্চ ২৫
টুর্নামেন্ট শুরুর পুরষ্কার হাতে রাচিন রবীন্দ্র, আইসিসি

মাঠে খেলা নেই, কোনো কার্যক্রম নেই অথচ অনলাইনে দেখা মিলে সেই ম্যাচের স্কোরকার্ডের। ফ্রান্সের নারী ক্রিকেটে এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তোলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।


ফ্র্যান্সের সাবেক ক্রিকেটার এবং বোর্ড কর্মকর্তা ট্রেসি রদ্রিগেজের তদন্তের পর স্টিং অপারেশনে এমন তথ্য খুঁজে পেয়েছে ফ্র্যান্স২৪। যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি। আইসিসি জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে।



promotional_ad

২০২১ সালে রদ্রিগেজ বোর্ড কর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে নারীদের ভুয়া ম্যাচ হচ্ছে এমন সন্দেহের পর চলতি বছরের শুরুর দিকে পদত্যাগ করেন। বোর্ড থেকে বলা হয়েছে ম্যাচ আয়োজিত হচ্ছে তবে তা নিয়ে প্রায়শই তার সন্দেহ ছিল। বেশ কয়েকবার মাঠে গেলেও কোনো কার্যক্রম খুঁজে পাননি।


ফ্রান্স২৪কে রদ্রিগেজ বলেন, ‘দুই–তিনবার গিয়েছি (ম্যাচের দিন)। কিন্তু গিয়ে দেখি লোকজন পিকনিক করছে, ম্যাচের সময় বাচ্চারা সাইকেল চালাচ্ছে (মাঠে)। পরের দিন ম্যাচের ফল দেখেছি অনলাইনে।’

রদ্রিগেজের মতো একই কাজ করেছে ফ্র্যান্স২৪ও। তবে মাঠে তারা কোনো প্রকার ম্যাচের নমুনা খুঁজে পায়নি। উত্তর প্যারিসে তারা একবার নারীদের সেকেন্ড ডিভিশনের ম্যাচ দেখতে গিয়েছিল। তবে সেখানে ম্যাচ আয়োজিত হতে দেখা যায়নি। যদিও তিনদিন বাদে অনলাইনে সেই ম্যাচের স্কোর কার্ডের সন্ধান মেলে।


মূলত আইসিসির অনুদান পেতে ফ্র্যান্স ক্রিকেট এমন কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আপনি নারী ক্রিকেট এবং জুনিয়র পর্যায়ে কতটা দায়বদ্ধতা দেখাচ্ছেন সেটির উপর নির্ভর করে আইসিসি থেকে কতটা অনুদান পাবেন। ফ্র্যান্সের ক্রিকেটের ৬০-৭০ শতাংশ আইসিসি বহন করে থাকে।



২০২১ সালের প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে ফ্র্যান্স ক্রিকেটের বাজেট ৫ লাখ ২০ হাজার ডলারের মধ্যে আনুমানিক ৩ লাখ ২০ হাজার ডলার হবে। যার অর্ধেকই কিনা নারী ও ‍জুনিয়রদের ক্রিকেটে ব্যয় করার পর আইসিসি থেকে দেয়া হয়ে থাকে। অথচ ফ্রান্স২৪ এর দাবি, সেখানে কোনো ম্যাচই আয়োজিত হচ্ছে না। প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে হবে দেশটির ক্রিকেট বোর্ডকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball