বাংলাদেশকে বিদায় বললেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১ মিনিট আগে
অ্যানালিস্ট হিসেবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে শ্রীনিবাস চন্দ্রশেখরনের বেশ চাহিদা। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কাজ করবেন। খানিকটা এমন শর্তেই বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স কিংবা ভিডিও অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল শ্রীনিবাসকে।
২০১৮ সালের জানুয়ারি থেকে প্রায় পাঁচ বছর বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন এই ভারতীয়। ৩০ নভেম্বর পর্যন্ত চুক্তি থাকলেও তার সঙ্গে সেটি নবায়ন করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের মাঝেই এমন খবর বেরিয়েছিল। এমন গুঞ্জন শেষ পর্যন্ত সত্যিই হলো। বাংলাদেশের ভিডিও অ্যানালিস্ট হিসেবে যে আর কাজ করা হচ্ছে না সেটি নিশ্চিত করেছেন শ্রীনিবাস নিজেই।

ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শ্রীনিবাস লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকালকের (১১ নভেম্বর) ম্যাচের পর বাংলাদেশের ক্রিকেটকে বিদায় বলবো। বাংলাদেশের সাথে পুরো সময়টা ছিল শেখার, স্মৃতির, উত্থান-পতনের। ব্যাপারগুলো নিয়ে আমি বাকি জীবন তৃপ্তি পাবো।’
জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দেয়ায় বিসিবি, ক্রিকেটার, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিয়েছেন শ্রীনিবাস। তিনি বলেন, ‘আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা, খেলোয়াড়, কোচ এবং অধিনায়কদের ধন্যবাদ দিতে চাই যারা আমাকে বিশ্বাস করেছে এবং জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে।’
মুম্বাইয়ে জন্ম নেয়া শ্রীনিবাস বেড়েও উঠেছেন সেখানে। ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনো করা এই ভারতীয় কর্নাটক প্রিমিয়ার লিগে হুবলি টাইগার্স দলের হয়ে কাজ করার সুযোগ পেলেন। তার সময়ে ঘরোয়া ক্রিকেটে টানা দুই বছর ট্রিপল জিতে কর্নাটক। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
২০১৬ সালে প্রথমবার কাজ করেন আইপিএলের কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। সানরাইজার্স হায়দরাবাদে যোগ দেয়ার পর সেবার চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। কাজ করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সেও। সবমিলিয়ে বাংলাদেশ জাতীয় দলে ২৫ টেস্ট, ৭৫ টি-টোয়েন্টি এবং ৮৩ ওয়ানডেতে কাজ করেছেন শ্রীনিবাস।