promotional_ad

আমাকে বলেছে আমার শেষ করা দরকার: ডোনাল্ড

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকেট করসপন্ডেন্ট ||


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১০ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

‘যুদ্ধে গেলে জেতার জন্য সবকিছুই করতে রাজী থাকা উচিত’ অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ‘টাইমড আউট’ করার পর সংবাদ সম্মেলনে এসে এমনটা বলেছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অধিনায়ককে নিয়ে প্রশংসার যেমন শেষ নেই তেমনি সমালোচনারও অন্ত নেই। ‘টাইমড আউট’ ঘটনাতেও দেখা গেছে এমন চিত্র। কেউবা সাকিবের পক্ষ নিচ্ছেন আবার কেউবা ক্রিকেটীয় চেতনার কথা বলে বিপক্ষে কথা বলছেন।


মাঠের বাইরের ঘটনার জন্য বেশিরভাগ সময়ই এদেশের একটা অংশ সাকিবের বিপক্ষে কথা বলে থাকেন। তবে এবার সাকিবের কাজের পক্ষে ছিলেন সমর্থকরা। সাকিবের সমালোচকরাও যেখানে তার পক্ষ নিয়েছেন সেখানে ক্রিকেটীয় চেতনায় বাংলাদেশের অধিনায়কের বিপক্ষে কথা বলেছেন অ্যালান ডোনাল্ড। যিনি কিনা বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করছেন।


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পর ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকব্লগ ডটনেটে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছিলেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না।’ এমনকি বাংলাদেশের পেস কোচের নাকি সেসময় মাঠে ঢুকে বলতে ইচ্ছে করছিল ‘যথেষ্ট হয়েছে, আর না।’ ডোনাল্ডের এমন বক্তব্য একেবারে ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


সাকিবের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কথা বলায় কারণ দর্শানোয় চিঠি পেয়েছেন তিনি। মূলত আচরণবিধি ভেঙে বিনা অনুমতিতে সাক্ষাৎকার দেয়ায় চিঠি পেতে হয়েছে তাকে। এমনকি বাংলাদেশে চাকরিও শেষ হয়ে গেছে তার। বিসিবির এক কর্মকর্তা ডোনাল্ডকে জানিয়ে দিয়েছেন, বাংলাদেশে তার চাকরির সময় শেষ। অর্থাৎ তার সঙ্গে চুক্তি নবায়ন করছে না বিসিবি।



promotional_ad

৩০ নভেম্বর চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও নিউজিল্যান্ড সিরিজের কথা ভেবে পুরো কোচিং স্টাফকে স্বল্প মেয়াদের জন্য প্রস্তাব দেয়ার কথা ভাবছে বিসিবি। তবে এমন কাণ্ডের পর দুই সিরিজের জন্য যে ডোনাল্ড প্রস্তাব পাচ্ছেন না সেটা নিশ্চিত। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সাউথ আফ্রিকায় পরিবারের কাছে চলে যাচ্ছেন ডোনাল্ড। তবে অসন্তোষ নিয়ে যে বাংলাদেশের দায়িত্ব ছাড়ছেন সেটা ফুটেছে তার কথায়।


ভয়েস বার্তায় ডোনাল্ড বলেন, ‘এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে। আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে।’


২০২২ সালের মার্চে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন ডোনাল্ড। ওটিস গিবসনের রেখে যাওয়া জায়গায় বেশ ভালোভাবেই পূরণ করেছেন তিনি। তার অধীনে বল হাতে রীতিমতো আগুনে বোলিং করেছেন তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলামরা। তবে প্রত্যাশা মেটাতে পারেননি এবারের বিশ্বকাপে। এক বছরের বেশি সময় কাজ করায় পেসারদের সঙ্গে দারুণ একটা বন্ধুত্ব হয়েছে ডোনাল্ডের। যে কারণে পেসারদের মিস করবেন বলে জানিয়েছেন তিনি।


ডোনাল্ড বলেন, ‘আমি আগেও বলেছি এই পেস বোলিং গ্রুপটার সঙ্গে আমার দারুণ সময় কেটেছে। এখানে আমার ভূমিকাটা ছিল পেস বোলিং কোচ হিসেবে। গ্রুপটার সঙ্গে আমার জার্নিটা দারুণ ছিল। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি খুবই গর্বিত। আমি তাদের মিস করব। সত্যি বলছি, প্রতিদিনই আমি তাদের খুবই মিস করব। আমরা এমন একটা বন্ধন তৈরি করেছি যা দারুণ। এখানে সব ফাস্ট বোলারই আছে। গ্রুপ হিসেবে তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি গর্বিত।’


নিজেদের মাঝে কথা বলার জন্য পেসারদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন ডোনাল্ড। অনেকেই এমনটা করে থাকেন। চাকরি ছাড়লে অবশ্য এসব গ্রুপের অস্তিত্ব খুঁজে পাওয়া কঠিন। ডোনাল্ড অবশ্য গ্রুপটাকে বাঁচিয়ে রাখতে চান। হোয়াটসঅ্যাপ থেকে গ্রুপটি ডিলিট করতে চান না সাউথ আফ্রিকার সাবেক এই পেসার। তাসকিনরা চাইলেই যেন যোগাযোগ করতে পারেন সেই দরজা খোলা রাখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ।



সেই সঙ্গে তাসকিন, ইবাদতদের কাজ করার সুযোগ দেয়ায় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমার দারুণ একটা বন্ধুত্ব হয়েছে। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আমি কখনই এখান থেকে নিজেকে ডিলিট করব না। কথা বলার জন্য, আলোচনার জন্য গ্রুপটা আমি সবসময় খোলা রাখব।’


‘তাদের কেউ যদি কথা বলতে চায়, গ্রুপে চ্যাট করতে চায় করতে পারবে। এটা যেকোনো সময়ই হোক না কেন কোনো সমস্যা নেই। তারা শুধু পেস বোলিং গ্রুপই না তারা সবাই আমার খুব ভালো বন্ধু। তাদের সঙ্গে কাজ করাটা ভালো লাগার। আমি এখানে কাজ না করলেও তাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। আমি শুধু এটুকুই বলতে পারি। আমাকে সুযোগ দেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেটকে ধন্যবাদ দিতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball