ড্রয়ের ভাবনা নেই জ্যোতির, সিরিজ জয়ে চোখ বাংলাদেশ অধিনায়কের

ছবি: সংবাদ সম্মেলনে নিগার সুলতানা জ্যোতি/ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের সূচি
১৪ মার্চ ২৫
নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপে ম্যাচ ড্র হওয়ার সুযোগ নেই বললেই চলে। গত জুলাইয়ে তবুও ভারতের বিপক্ষে সিরিজ ড্র করেছিল বাংলাদেশের মেয়েরা। সিরিজের শেষ ম্যাচে ভারতের হাতের মুঠোয় থাকলেও শেষ দিকে দারুণ বোলিংয়ে সেটি টাই করেছিল নিগার সুলতানা জ্যোতির দল।
পর্যাপ্ত সময় না থাকায় সেদিন ম্যাচ সুপার ওভারে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। ফলে ড্র দিয়ে শেষ হয় বাংলাদেশ-ভারত সিরিজ। প্রায় একই চিত্র দেখা গেছে বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজে। এদিন অবশ্য সময় থাকায় সুপার ওভারের মাধ্যমের ম্যাচের ফলাফল নিষ্পত্তি করা হয়।

ভারতের বিপক্ষে ড্র করলেও পাকিস্তানের বিপক্ষে এমন কিছু চান না জ্যোতি। বাংলাদেশের অধিনায়কের চাওয়া পাকিস্তানের বিপক্ষে মেয়েদের বিপক্ষে সিরিজ জয়। সফরকারীদের বিপক্ষে সিরিজ জিততে পারলে তা বাংলাদেশের জন্য বড় অর্জন হবে বলে মনে করেন টাইগ্রেস অধিনায়ক।
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৩ ঘন্টা আগে
সিরিজের শেষ ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমি বলবো যে ড্রয়ের দিকে চিন্তা-ভাবনা নেই। দেখুন, আমাদের হাতে এখনও বড় সম্ভাবনা আছে সিরিজটা নেয়ার (জেতার)। সবকিছু নির্ভর করছে আমাদের ইতিবাচক ক্রিকেটের উপর। সিরিজটা জিততে পারলে আমাদের জন্য বড় অর্জন হবে।’
ব্যাটিং ব্যর্থতায় প্রথম ম্যাচ হেরে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ফেরে স্বাগতিকরা। যদিও জয়টা একেবারে সহজ ছিল না জ্যোতির দলের জন্য। টাই হওয়ার পর সুপার ওভারে শেষ বলে চার মেরে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে আরও ভালো এবং ইতিবাচক ক্রিকেট খেলে সিরিজ জিততে চান বাংলাদেশের অধিনায়ক।
জ্যোতি বলেন, ‘একেবারে নতুন একটা দিন। মহান আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন। কারণ আমার কাছে মনে হয় গতদিন ম্যাচটা আমরা যেভাবে জিতেছি। অবশ্যই আমাদের জন্য বড় একটা সুযোগ থাকবে আরও ভালো ক্রিকেট খেলে পরেরদিন যেন সিরিজটা জিততে পারি।’