‘এটা আইসিসির টুর্নামেন্ট, পাড়ার ম্যাচ নয়’, বল তদন্ত ইস্যুতে শামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি
৬ মার্চ ২৫
এবারের বিশ্বকাপে একাধিক ম্যাচেই প্রতিপক্ষকে একশ রানের আগে গুঁড়িয়ে দিয়েছে ভারতের বোলাররা। এটা দেখে সন্দেহ প্রকাশ করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। ভারত নিজেদের বোলিং ইনিংসে বল পরিবর্তন করে কিনা সেটা খতিয়ে দেখার পরামর্শ দেন তিনি। এবার তাকে কড়া জবাব দিলেন ভারতের পেসার মোহাম্মদ শামি।
এবারের বিশ্বকাপে অসাধারণ ফর্মে আছে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করা ভারত। টানা আটটি ম্যাচ জিতে সবার উপরে অবস্থান করছে রোহিত শর্মার দল। এখন পর্যন্ত সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কাকে একশ'র নিচে অলআউট করেছে দলটি।

এটা দেখে হাসান রাজা বলেছিলেন, 'আমরা দেখেছি তারা (ভারত) যখন ব্যাট করতে নামে, তখন তারা খুব ভালোভাবেই ব্যাট করতে পারে। কিন্তু হঠাৎ করেই ভারত বল করার সময় বল সুইং করতে শুরু করে। বল নিয়ে তদন্ত হওয়া জরুরি'।
‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’
১৯ ঘন্টা আগে
এই সাক্ষাৎকার নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করে শামি বলেন, 'লজ্জা বোধ করো। বাজে আলাপে মন না দিয়ে খেলায় মনোযোগ দাও। কখনো তো অন্যের সাফল্যকে উপভোগ করবে! এটা আইসিসির টুর্নামেন্ট, পাড়ার কোনো খেলা নয়।'
বল নিয়ে হাসান রাজার অভিযোগ নজরে আসে পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামেরও। এটাকে তিনিও ভিত্তিহীন বলে দাবি করেন। সেই সূত্র টেনে শামি আরও লিখেন, 'তোমাদের সাবেক খেলোয়াড় ওয়াসিম ভাই (ওয়াসিম আকরাম) বিষয়টা ব্যাখ্যা করেছেন। অন্তত তোমাদের নিজেদের খেলোয়াড়দের তো বিশ্বাস করো'।
চলতি বিশ্বকাপে অসাধারণ ছন্দে আছেন শামি। আসরে মাত্র চারটি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন তিনি। সর্বোচ্চ উইকেটশিকারির শামির অবস্থান ৪ নম্বরে।