promotional_ad

‘লঙ্কানরা সবাইকে স্বাগত জানাতে পারে’, সাকিব ইস্যুতে গল টাইটান্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করার দুদিন পার হলেও বিষয়টি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে। গতকাল তাতে ঘি ঢেলে দেন ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউস। তার দাবি, শ্রীলঙ্কায় যদি সাকিব আল হাসান কখনো খেলতে যান, তাহলে বাংলাদেশের অধিনায়ককে পাথর ছুঁড়ে মারবে সমর্থকরা। এদিকে তার এমন বিবৃতির পর নিজেদের বক্তব্য জানিয়েছে এলপিএলে সাকিবের দল গল টাইটান্স। কোনো ক্রিকেটারের সঙ্গেই অশোভন কিছু করতে চায় না তারা।


আন্তর্জাতিক ক্রিকেট খেলতে অসংখ্যবার শ্রীলঙ্কায় গেছেন সাকিব। এ ছাড়াও ক্যারিয়ারে বেশ কয়েকবার লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) খেলতেও শ্রীলঙ্কা গেছেন সাকিব। শেষবারের এলপিএলও তিনি খেলছেন গল টাইটান্সের হয়ে।



promotional_ad

বরাবর শ্রীলঙ্কায় স্বাগত জানানো হয়েছে সাকিবকে। যদিও ম্যাথিউসের 'টাইমড আউটের' আবেদন করার পর শ্রীলঙ্কার ভক্তরা আর সাকিবকে স্বাগত জানাবে না বলেই বিশ্বাস ম্যাথিউসের ভাই ট্রেভিন ম্যাথিউসের। এবার ট্রেভিনের মন্তব্যের জেরে নিজেদের মতামত দিলো গল।


একটি বিবৃতিতে দলটি বলেছে, 'দয়া করে মনে রাখবেন, একজন ব্যক্তির একটি কথা কখনোই পুরো দেশের সবার মন্তব্যের প্রতিচ্ছবি হতে পারে না। একইভাবে, শ্রীলঙ্কানরা কখনোই এমন ব্যবহার করবে না। আমাদের দেশের ভক্তরা যেকোনো সময়, যেকোনো দেশের ক্রিকেটারকে সুন্দরভাবে স্বাগত জানাতে পারে।'


আগের দিন ভারতের গণমাধ্যম ডেকান ক্রনিকালকে ট্রেভিন বলেন, 'আমরা খুবই হতাশ। বাংলাদশের অধিনায়কের কোনো স্পোর্টসম্যান স্পিরিট নেই। সে ভদ্রলোকের খেলায় কোনো মানবিকতা দেখায়নি। সাকিবকে শ্রীলঙ্কায় আমন্ত্রণ জানানো হবে না। সে যদি আন্তর্জাতিক অথবা এলপিএলের ম্যাচ খেলতে এখানে আসে তাহলে তাকে পাথর মারা হবে অথবা ভক্তরা তাকে বিদ্রুপ করবে।'



শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটিতে ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে যান সেটা নিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না। পরে আরেকটি হেলমেট আনা হলে সেটিও পছন্দ হয়নি এই লঙ্কান ব্যাটারের। এসব করতে করতে নির্ধারিত দুই মিনিট অতিক্রম করে ফেলেন ম্যাথিউস।


সুযোগ পেয়ে এক সতীর্থের পরামর্শে আপিল করে বসেন সাকিব। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে 'আউট' দিতে বাধ্য হন আম্পায়ার। তারপর কিছুক্ষণ যুক্তি তর্কে মাতলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়েন ম্যাথিউস। এই ঘটনার পর সাকিবের সমালোচনা করেছেন অনেকেই। তবে সাকিবের পক্ষেও কথা বলেছেন কেউ কেউ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball