সাকিবের সিদ্ধান্তের সমালোচনা করে ‘শোকজ’ পাচ্ছেন ডোনাল্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট নিয়ে বিতর্ক যেন থামছেই না। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার, ক্রিকেট বিশ্লেষকরাও এই ব্যাপারে নিজেদের মন্তব্য জানিয়েছেন। একটি ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটকে এই বিষয়ে নিজের মতামত জানিয়েছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও।
তিনি বলেছিলেন, ‘(ক্রিকেট মাঠে) আমি এমন কিছু দেখতে চাই না। আমার মন বলছিল মাঠে ঢুকে বলি, যা হয়েছে যথেষ্ট হয়েছে, আমরা এর পক্ষে না। আমরা এমন দল না যে এর পক্ষ নেব। আমি শুধু সেখানে গিয়ে বলতে চাচ্ছিলাম, যথেষ্ট হয়েছে আর না।'

বর্তমান এই কোচের মন্তব্য ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে ডোনাল্ডকে দ্রুতই কারণ দর্শানোর নোটিশ পাঠাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। কারণ দলের সঙ্গে থাকা অবস্থায় বাইরের কারো কাছে ব্যক্তিগত মতামত প্রকাশের সুযোগ নেই।
এরই মধ্যে বিসিবির বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডোনাল্ডের সঙ্গে এই বিষয়ে মৌখিক কথা বলেছেন। বিশ্বকাপের মাঝ পথে দল নিয়ে এমন মন্তব্য করা উচিত হয়নি বলেই জানিয়ে দেয়া হয়েছে সাউথ আফ্রিকার সাবেক এই পেস তারকাকে।
বাংলাদেশ ৮ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয় পেয়েছে। দলে সেমি ফাইনালের দোড় আগেই শেষ হয়ে গেছে। তবে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা দলগুলো খেলবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে জায়গা করে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের।
এই ম্যাচ খেলতে এরই মধ্যে দিল্লি থেকে পুনেতে পৌঁছেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ চলমান থাকায় ডোলান্ডকে আপাতত সতর্ক করে দেয়া হয়েছে। টুর্নামেন্ট শেষেই তার কাছে এই ব্যাপারে বক্তব্য চাওয়া হবে বলে জানিয়েছে একটি সূত্র।