promotional_ad

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বেঁচে রইল ইংল্যান্ডের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড

১৪ মার্চ ২৫
স্টুয়ার্ট ব্রড (বামে) ও বেন স্টোকস (ডানে), ফাইল ছবি

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের লড়াইটা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রাখার। ২০২৫ সালে পাকিস্তানে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে এদিন জয়ের বিকল্প ছিল না বর্তমান চ্যাম্পিয়নদের। বেন স্টোকসের সেঞ্চুরির সঙ্গে দাভিদ মালান ও ক্রিস ওকসের হাফ সেঞ্চুরিতে ৩৩৯ রানের বড় পুঁজিই পেয়েছিল ইংলিশরা। স্পিনারদের কল্যাণে ও ডাচ ব্যাটারদের ব্যর্থতায় ১৬০ রানের জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন জিইয়ে রাখল তারা।


জয়ের জন্য ৩৪০ রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা ছিল একেবারে ধীরগতির। ইংল্যান্ডের পেসারদের বিপক্ষে পেরে উঠতে পারছিলেন না ডাচ ওপেনাররা। পঞ্চম ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ক্রিস ওকসের লেংথ ডেলিভারিতে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করা ম্যাক্স ও’ডাউড। তিনে নেমে সুবিধা করতে পারেননি কলিন অ্যাকারম্যান।


ডেভিড উইলির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়েছেন। লম্বা সময় টিকে থাকলেও দ্রুত রান তুলতে পারেননি ওয়েসলি ব্যারেসি। ৬২ বলে ৩৭ রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়েছেন তিনি। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট আউট হয়েছেন ৩৩ রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি বাস ডি লিডও।



promotional_ad

এরপর অবশ্য জুটি গড়ে তোলেন স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরু। তারা দুজনে মিলে খানিকটা ব্যবধান কমাতে থাকেন। ৪২ বলে ৩৮ রানের ইনিংস খেলে মঈনের বলে আউট হয়েছেন এডওয়ার্ডস। বাকিরা কেউ দাঁড়াতে না পারলে নিদামানুরু ৪১ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও মঈন।


টস জিতে ব্যাটিং করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন জনি বেয়ারস্টো ও মালান। তাদের দুজনের ব্যাটে বেশ ভালোভাবেই এগোচ্ছিল বর্তমান চ্যাম্পিয়নরা। বেয়ারস্টো সেভাবে ছন্দ খুঁজে না পেলেও অন্যপ্রান্তে দ্রুত রান তুলছিলেন মালান। ইনিংসের সপ্তম ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। আরিয়ান দত্তের বলে ব্যাক ফুটে গিয়ে প্যাডেল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে পল ভ্যান ম্যাকেরিনের হাতে ক্যাচ দিয়েছেন ১৫ রান করা বেয়ারস্টো।


ডানহাতি এই ওপেনার ফেরার ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মালান। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় হাফ সেঞ্চুরি। এদিকে তিনে নামা জো রুটকে নিয়ে বেশ ভালোভাবেই এগোচ্ছিলেন মালান। তাদের দুজনের ৮৫ রানের জুটি ভাঙেন লোগান ভ্যান বিক। ডানহাতি এই পেসারের রিভার্স স্কুপ করতে গিয়ে বোল্ড হয়েছেন ২৮ রান করা রুট। ডানহাতি এই ব্যাটারের পর সেঞ্চুরির পথে থাকা মালানও ফিরে গেছেন সাজঘরে।


ভ্যান বিকের বলে রান নিতে গিয়ে রান আউট হয়েছেন ৮৭ রানের ইনিংস খেলা মালান। বেশিক্ষণ টিকতে পারেননি পাঁচে নামা হ্যারি ব্রুক। বাস ডি লিডের পঞ্চম স্টাম্পের বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। ব্রুকের ব্যাট থেকে এসেছে ১১ রান। আরও একবার ব্যর্থ হয়েছেন জস বাটলার। ইংল্যান্ডের অধিনায়ককে বিদায় করেছেন ভ্যান ম্যাকেরিন।



ব্যর্থতার পাল্লা ভারী করেছেন মঈন আলীও। আরিয়ানের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন ১৪ রান করা এই ব্যাটার। তবে অন্যপ্রান্ত আগলে রেখে ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন স্টোকস। ওকসকে সঙ্গে নিয়ে শেষ দিকে গড়েছেন শতরানের জুটি। চার-ছক্কার বন্যা বইয়ে দিয়ে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারও ছুঁয়েছেন স্টোকস। ভ্যান ম্যাকেরিনের বলে রিভার্স ‍সুইপ করে চার মেরে ৭৮ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তারকা এই অলরাউন্ডার।


স্টোকসকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন ওকস। দারুণ ব্যাটিংয়ে তিনি খেলেছেন ৪৫ বলে ৫১ রানের ইনিংস। ডি লিডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। শেষ পর্যন্ত ভ্যান বিককে ছক্কা মারতে গিয়ে আউট হয়েছেন ১০৮ রানের ইনিংস খেলা স্টোকস। নেদারল্যান্ডসের হয়ে ডি লিড তিনটি এবং দুটি করে উইকেট নিয়েছেন আরিয়ান ও ভ্যান বিক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball