অস্ট্রেলিয়াও দুই ম্যাচ হেরেছে, ???াদেরও চ্যালেঞ্জ জানানো সম্ভব: বাশার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। যদিও টানা ৬ ম্যাচ হেরে সেমি ফাইনালের আশা গুড়ে বালি হয়েছে। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে কিছুটা হলেও হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ।
বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষ ৮ দল খেলবে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে বাংলাদেশের খেলার আশা এখনও কাগজে কলমে বেঁচে আছে। তবে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। সেই সঙ্গে অন্যদলগুলোর পারফরম্যান্সেও চোখ রাখতে হবে।

এই ম্যাচে শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের শুরুতে টানা দুই ম্যাচে হারলেও পরের ৬ ম্যাচে টানা জিতে সেমিফাইনালে নিজেদের নাম লিখিয়েছে অজিরা। তবুও অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানানো সম্ভব বলে মনে করেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার।
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৩ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমার মনে হয়, আমরা আমাদের সেরাটা খেলতে পারলে অবশ্যই অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারি। অস্ট্রেলিয়া খুব ভালো ফর্মে আছে। তাদের কিছু গেম চেঞ্জার আছে। ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ- সবাই ভালো খেলোয়াড়। তবে কোনও দলই আনবিটেবল নয়। অবশ্যই আমাদের চেষ্টা থাকবে নিজেদের সেরাটা খেলার।'
বিশ্বকাপে দুর্বল প্রতিপক্ষ বলে কেউ নেই বলে মনে করেন বাশার। বিশেষ করে এবারের বিশ্বকাপে আফগানিস্তান, নেদারল্যান্ডও বড় বড় দলগুলোর বিপক্ষে জয় পেয়েছে। বাংলাদেশ হেরেছে নেদারল্যান্ডসের বিপক্ষেও। ফলে অস্ট্রেলিয়াকে অপ্রতিরোধ্য মানতে নারাজ বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।
বাশারের ভাষ্য, 'বিশ্বকাপে আমরা যত ম্যাচই খেলেছি, প্রতিপক্ষ অনেক শক্তিশালী ছিল। আপনি বিশ্বকাপ খেলতে আসবেন, এখানে দুর্বল প্রতিপক্ষ কেউ নেই। অস্ট্রেলিয়া নয়, এর আগে আমরা যত দলের সাথে খেলেছি সবাই শক্তিশালী ছিল। ওইভাবে চিন্তা করলে অস্ট্রেলিয়ার কোনও ম্যাচ হারার কথা না। অস্ট্রেলিয়া কিন্তু শুরুতে দুটি ম্যাচ হেরেছে।'