promotional_ad

বাবরকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

'ক্রিকেট নিষ্ঠুর এক খেলা', ফাইনাল হেরে বললেন রাচিন

৯ মার্চ ২৫
টুর্নামেন্ট শুরুর পুরষ্কার হাতে রাচিন রবীন্দ্র, আইসিসি

এবারের বিশ্বকাপে ফর্মের তুঙ্গে আছেন শুভমান গিল। ৬ ইনিংসেই তার ব্যাট থেকে এসেছে ২১৯ রান। এর মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ৯২ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছেন এই ডানহাতি ওপেনার। এমন পারফরম্যান্সের ফলেই ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন এই ব্যাটার।


এ নিয়ে ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন তিনি। এর আগে শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি শীর্ষে উঠেছিলেন ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে। এবার সেই তালিকায় নিজের নাম যোগ করলেন গিল। শীর্ষে ওঠার পথে গিল পেছনে ফেলেছেন বাবর আজমকে।



promotional_ad

এবারের বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান অধিনায়কের। ৮ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ২৮২ রান। এ কারণেই গিলের চেয়ে ৬ রেটিং পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে নেমে গেছেন। এর মধ্যে দিয়ে দুই বছর পর শীর্ষস্থান হারালেন বাবর।


গিলের সতীর্থ কোহলিও লম্বা লাফ দিয়েছেন। তিনি চার নম্বরে উঠে এসেছেন। সাউথ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে সেঞ্চুরি করে তিন ধাপ এগিয়েছেন কোহলি। অন্যদিকে তিন নম্বরে আছেন এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি কক। 


এ ছাড়া পাঁচে ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা আছেন ছয় নম্বরে। ভারতের মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার দীর্ঘদিন ইনিজুরিতে ছিলেন। বিশ্বকাপের আগে দলে ফেরা এই ব্যাটার ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৮ নম্বরে। উন্নতি হয়েছে পাকিস্তানের ওপেনার ফখর জামানের।



নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে তিন ধাপ এগিয়ে ১১ নম্বরে নাম লিখিয়েছেন এই পাকিস্তানি ব্যাটার। ১২ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা আফগান ব্যাটার ইব্রাহিম জাদরান। এদিকে বোলিং র‍্যাংঙ্কিংয়ে শীর্ষে জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সিরাজ। তার রেটিং বেড়ে দাঁড়িয়েছে ৭০৯।


এ সপ্তাহের ব্যবধানে পাঁচে নেমে গেছেন বিশ্বকাপের আগে শীর্ষে থাকা পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। ছয় নম্বরে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার জস হ্যাজেলউড। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ থেকে ৩২৭ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৮২ রান করে ম্যাচ সেরা হয়েছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball