একটা ক্যাচ ধরে হলেও বাংলাদেশকে জেতাতে চান বিজয়

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
১৮৩ রান করেও ৯৪ রানে জিতলেন বিজয়রা
২০ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে। তার বদলি হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এনামুল হক বিজয়। ভারতে রওনা দেয়ার আগে বিজয় জানালেন, যেকোনোভাবে অবদান রেখে হলেও বাংলাদেশকে জেতাতে চান তিনি।
বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে বিজয়ের। সাকিব ছিটকে যাওয়ার পর তাকে বদলি হিসেবে নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাদের আবেদনে সায় দিয়েছে আইসিসি।

বিশ্বকাপ খেলতে রওনা দেয়ার আগে বিজয় বলেন, 'বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে হোক; দলকে জেতাতে চাই। আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৩ ঘন্টা আগে
'দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি। দর্শকদের অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রুপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করব এপ্লাই করতে।'
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৯.৯৫ গড়ে এক হাজার ২৫৮ রান করেছেন বিজয়। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বিজয়। সেবার চোট পেয়ে মাঝ পথেই ছিটকে যেতে হয়েছিল তাকে।
এরপর জাতীয় দলেই অনিয়মিত হয়ে পড়েছিলেন এই ওপেনার। এদিকে বাংলাদেশ আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে এই ম্যাচে জয় পাওয়ার বিকল্প নেই টাইগারদের সামনে।