বিশ্বকাপে সাকিবের বদলি বিজয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আঙুলের চোটে পড়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন সাকিব আল হাসান। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে না খেলেই দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ দলের অধিনায়ককে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। চোট নিয়েই সাকিব ৮২ রানের ইনিংস খেলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে বড় অবদান রেখেছেন। এর আগে দুটি উইকেটও নিয়েছিলেন তিনি। ম্যাচ সেরার পুরষ্কার নেয়ার সময়ই তার আঙুলে ব্যান্ডেজ দেখা গিয়েছিল।

সাকিবের বিকল্প হিসেবে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়কে। বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডেতে খেলার অভিজ্ঞতা আছে এই ব্যাটারের। এরই মধ্যে সাকিবের বদলি হিসেবে বাংলাদেশ দলে বিজয়কে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
১৮৩ রান করেও ৯৪ রানে জিতলেন বিজয়রা
২০ ঘন্টা আগে
সাকিব ছিটকে যাওয়ার পরই বিজয়কে বদলি হিসেবে নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন করেছিল বিসিবি। তবে অনুমতি পেতে অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে। এক বিজ্ঞপ্তিতে সাকিবের বদলি হিসেবে বিজয়কে অনুমোদন দেয়ার কথা নিশ্চিত করেছে আইসিসি।
ওয়ানডেতে বিজয় বাংলাদেশের হয়ে ২৯.৯৫ গড়ে ১ হাজার ২৫৮ রান করেছেন। এর মধ্যে তিনটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে। এর আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন বিজয়। সেবার চোট পেয়ে মাঝ পথেই ছিটকে যেতে হয়েছিল তাকে।
এরপর জাতীয় দলেই অনিয়মিত হয়ে পড়েছিলেন এই ওপেনার। এদিকে বাংলাদেশ আগামী ১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নিতে এই ম্যাচে জয় পাওয়ার বিকল্প নেই টাইগারদের সামনে।