সাকিব ভুল করেনি, শ্রীলঙ্কাও এমনই করত: ইমরুল
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট কান্ডে অনেকেই সমালোচনা করেছে সাকিব আল হাসানের। ওয়াসিম আকরাম, মিসবাহ ইল হক, শহিদ আফ্রিদি, হরভজন সিংরা যেমন সাকিবের সমালোচনা করেছেন অথবা তার 'স্পিরিট অব ক্রিকেট' নিয়ে প্রশ্ন তুলেছেন; ঠিক তেমনি মঈন খান, হার্শা ভোগলেদের গুটিকয়েক বিশ্লেষকের সমর্থনও পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার সমর্থনে আছেন এক সময়কার নিয়মিত সতীর্থ ইমরুল কায়েসও।
ম্যাচটিতে ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে যান সেটা নিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না। পরে আরেকটি হেলমেট আনা হলে সেটিও পছন্দ হয়নি এই লঙ্কান ???্যাটারের। এসব করতে করতে নির্ধারিত দুই মিনিট অতিক্রম করে ফেলেন ম্যাথিউস।

সুযোগ পেয়ে এক সতীর্থের পরামর্শে আপিল করে বসেন সাকিব। আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাথিউসকে 'আউট' দিতে বাধ্য হন আম্পায়ার। তারপর কিছুক্ষণ যুক্তি তর্কে মাতলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়েন ম্যাথিউস। পুরো ঘটনায় সাকিবের কোনও ভুল দেখছেন না ইমরুল।
ক্রিকফ্রেঞ্জি লাইভে তিনি বলেন, 'সাকিব নিয়মের বাইরে থেকে কিছু করেনি। সে নিয়মের ভেতরে থেকেই এটা করেছে। সে অযৌক্তিক কোনো আপিল করেনি। যা নিয়মে আছে, সেটাই সে করেছে। এটা বাংলাদেশের ক্ষেত্রে হলেও শ্রীলঙ্কা এই সুবিধা নিতো। অনেকে অনেক কিছু বলবে। আমাদের কান দেয়া উচিত হবে না।'
চলতি বিশ্বকাপে শ্রীলঙ্কা দলের শুরুর স্কোয়াডে ছিলেন না ম্যাথিউস। বিশ্বকাপ শুরুর পর লঙ্কানদের নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ায় দলে ডাক পান তিনি। ইতোমধ্যেই কয়েকটি ম্যাচ খেলে ফেলেছেন ম্যাথিউস। তাই তার সকল ক্রিকেটীয় সরঞ্জাম প্রস্তুত থাকা উচিত বলেই মনে করেন ইমরুল।
তিনি আরও বলেন, 'আপনি যদি আবেগ দিয়ে চিন্তা করেন, তাহলে বলব ভালো লাগেনি। পেশাদারভাবে চিন্তা করলে জিনিসটা ঠিক। ক্রিকেটে নিয়ম আছে, যার বাইরে ক্রিকেটাররা যেতে পারে না। নিয়ম থাকলে সেটা অবশ্যই নেয়ার চেষ্টা করব। যেহেতু সে (ম্যাথিউস) অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, আমার মনে হয় না এমনটা হওয়া উচিত। ম্যাথিউস বিশ্বকাপ খেলতে আসছে (মাঝপথে)। এমন নয় যে একটা ম্যাচ খেলছে, অনেকগুলোই খেলেছে।'
'আমি নিশ্চিত, শ্রীলঙ্কাকেও এমন সুবিধা নিতো। আমি মনে করি না বাংলাদেশ খারাপ কিছু করেছে। ক্রিকেটে আপনি সবসময়ই সুবিধা নিতে পারেন। স্পিরিট অব গেম নিয়ে অনেকেই অনেক কথা বলবে তবে দিন শেষে এটা আম্পায়ারদের সিদ্ধান্ত। সাকিব আপিল করেছে, কিন্তু সিদ্ধান্ত আম্পায়াররা নিয়েছে। আইসিসির নিয়ম অনুযায়ী, আম্পায়ার এর বাইরে যেতে পারে না।'