promotional_ad

বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে আঙুলের ইনজুরিতে পড়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অধিনায়ক ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচটিতে খেলছেন না। পুনে থেকে সরাসরি ঢাকায় ফিরছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ চলাকালীন ব্যাটিংয়ের সময় বাম হাতের তর্জনীতে ব্যথা পান সাকিব। এই ম্যাচে চোট পাওয়ায় ঢাকায় ফিরে আসছেন তিনি। বাংলাদেশ দল দিল্লি থেকে পুনে রওয়া হয়েছে, ইনজুরিতে পড়ায় সাকিব সেখানে না গিয়ে আজই দেশে ফিরে আসছেন।



promotional_ad

এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানা গেছে, গতকালের ম্যাচের পরই এক্স-রে করানো হয় সাকিবের আঙুলে। রিপোর্টে দেখা যায়, বাম হাতের তর্জনীতে ফাটল ধরেছে তার।


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১৭ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

সেক্ষেত্রে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে সাকিবের। আর এমনটা হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৮ নভেম্বর শুরু হওয়া টেস্টে খেলা হবে না তার। দেশে ফিরেই পুনর্বাসন শুরু করবেন সাকিব।

জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম বলেন, 'শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের প্রথমেই সাকিব তার বাম হাতের তর্জনীতে ব্যথা পান। কিন্তু ব্যথা নাশক ওষুধ খেয়ে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে সে ব্যাটিং চালিয়ে যায়।'


'দিল্লিতে ম্যাচ শেষ করেই সে এক্স'রে করায়। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তার পিআইপি জয়েন্টে একটি ফাটল সৃষ্টি হয়েছে সেরে উঠতে সময় লাগবে তিন থেকে চারসপ্তাহ। বাংলাদেশে গিয়ে সে পুনর্বাসন শুরু করবে।'



শ্রীলঙ্কার বিপক্ষে দল জেতানোর পথে ৬৫ বলে ৮২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন সাকিব। তার এই ইনিংসে তিন উইকেটে ম্যাচটি জিতে বাংলাদেশ। এর আগে বল হাতে ৫৭ রান খরচায় দুই উইকেটও নেন সাকিব। এমন পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball