ম্যাথিউসের সম্মান করাটা তার ব্যাপার, এতে সাকিবের কিছু আসে যায় না: ইমরুল
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার
১৪ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে টাইমড আউট নিয়ে বিতর্ক চলছেই। এমন আউট হওয়ায় এখনও বিস্মিত হওয়া থেকে বের হতে পারছেন না অ্যাঞ্জেলো ম্যাথিউস। সাকিব আল হাসান এবং বাংলাদেশ ক্রিকেটের ওপর তার সম্মান নেই বলে ঘোষণাও দিয়েছেন তিনি। যদিও এতে সাকিব বা বাংলাদেশের কিছু যায় আসে না বলেই মনে করছেন ইমরুল কায়েস।
ম্যাচ শেষে সাকিব জানান নিয়মের মধ্যেই তিনি টাইমড আউটের জন্য আবেদন করেছিলেন। অন্যদিকে ম্যাথিউসের দাবি তিনি নির্ধারিত সময়ের মধ্যেই উইকেটে গিয়েছিলেন। এরপর হেলমেটে সমস্যা থাকায় অপেক্ষা করতে হচ্ছিল তার।
যদিও এই ঘটনার উত্তাপ ছড়িয়েছে ম্যাচ শেষেও। শ্রীলঙ্কার কোচিং স্টাফের সদস্যরা বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলালেও সেই রীতি অনুসরণ করেননি লঙ্কান ক্রিকেটাররা। সাকিব ও বাংলাদেশ দল তাদের দিকে এগিয়ে গেলেও লঙ্কানরা ম্যাচ শেষে ড্রেসিং রুমে চলে যান। আর ম্যাচ শেষে বাংলাদেশ দল ও সাকিবকে নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ম্যাথিউস।

এ নিয়ে ক্রিকফ্রেঞ্জি লাইভে ইমরুল বলেন, 'দেখেন এটা অধিনায়ক জানে, তার দলকে কোথায় নিয়ে যেতে হবে ভালোর জন্য। ফলাফল আনতে যা করা লাগে সে তাই করবে। ম্যাথিউস যা করেছে এটা তার দোষ, আম্পায়ারের দোষ না। তার হেলমেট কই থাকবে, সে দেখবে। এটার জন্য তো নিয়মে পরিবর্তন হবে না। সাকিব আপিল করেছে, এর বাইরে কিছু করেনি। ম্যাথিউস সম্মান করবে কিনা তার ব্যাপার, এটায় সাকিবের কিছু আসে যায় না। বাংলাদেশের মানুষেরও আসে যায় না।'
'সাকিবের সম্মান ওনার কাছে গেছে, আরও অনেকের কাছে আছে। এটা নিয়ে দুশ্চিতার কিছু নেই। অবাক হওয়ার কিছু নেই। অ্যাঞ্জেলো ম্যাথিউস যে কাজটি করেছে, একজন পেশাদার ক্রিকেটের হিসেবে তার ব্যাট, হেলমেট সবই তৈরি থাকা উচিত ছিল। সে এটা করেনি। এটা সাকিবের ভুল না, আম্পায়ারদের ভুল না। আইসিসিরও দোষ না। আইসিসি কি নিয়ম বদলাবে নাকি ম্যাথিউসের জন্য? আমরা কেন সাকিবকে নিয়ে চিন্তা করতেসি জানি না। সাকিব যা করেছে ক্রিকেটের স্পিরিটের সাথে যায় না, তাহলে ভাই তুমি নিয়মটা পাল্টে দাও। আইসিসিকে বলো, স্পিরিট অব দ্যা গেমে আসে না, নিয়মটা বাদ দিয়ে দাও। '
এর আগে গত রাতে সংবাদ সম্মেলনে ম্যাথিউস বলেছিলেন, 'সম্মান তাদেরকেই করতে হয়, যারা আমাদেরকে সম্মান করে।'
বাংলাদেশ ও শ্রীলঙ্কার এই ম্যাচে ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন সেটা নিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না। পরের আরেকটি হেলমেট আনা হয়। সেটিও পছন্দ হয়নি এই লঙ্কান ব্যাটারের।
আইসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার আউট হলে নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে উইকেটে এসে বল খেলতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সাকিব আবেদন করলে আউট দেয়া হয় লঙ্কান ব্যাটারকে। যদিও বিশ্বকাপে টাইম আউটের সময় বেধে দেয়া হয়েছিল ২ মিনিট।