promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে সবকিছু দিয়েই জিততে চান সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বিশ্বকাপের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ। তবুও বেঁচে আছে ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন। এই আসরে খেলতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় ছাড়া বিকল্প ছিল না টাইগারদের। সেটা যখন বেশ ভালোভাবেই করল লাল-সবুজের দল, এবার স্বপ্নের পরিধিও বাড়ল। আর তাই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে অন্য সমীকরণ বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চায় বাংলাদেশ।


চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেহেতু স্বাগতিক পাকিস্তানসহ ছয়টি দল এরই মধ্যে পয়েন্ট তালিকার শীর্ষ আটে থেকে প্রথম পর্ব শেষ করা নিশ্চিত করে ফেলেছে, তাই লড়াইটা এখন কেবলই সাত ও আট নম্বর পজিশনের জন্য।


যদিও অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করাটা সহজ নয়, এটা বেশ ভালোভাবেই জানা আছে সাকিব আল হাসানের। তবুও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জেতায় বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বলেই মনে করেন তিনি। আর তাই সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ম্যাচটি জিততে চান তিনি।



promotional_ad

সাকিব বলেন, ‘আমার মনে হয় আজকের ম্যাচটা আমাদের একটু হলেও আত্মবিশ্বাস দেবে। ড্রেসিংরুমটা একটু হলেও শান্ত হবে। আরেকটু ভালো খেলতে সাহায্য করবে। তবে অস্ট্রেলিয়া অবশ্যই অনেক ভালো দল। শিরোপাপ্রত্যাশী। আমাদের আজকের ম্যাচটা ভালো ছিল। তবে এটা ধরে রাখতে পারলে আমরা ভালো একটা ম্যাচ খেলতেও পারি। আমাদের বিশ্বাস আছে, এই জয়টা সাহায্য করবে সে জন্য। আরেকটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। সেটা যদি জিতি তাহলে মোটামুটি হয়তো শিউর থাকব আমরা কোয়ালিফাই করব। তাই আমাদের জন্য বাঁচা-মরা পরিস্থিতি। আমরা চেষ্টা করব সবকিছু দিয়ে ম্যাচটা জেতার।’


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

১৭ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

‘আমি যেটা বললাম আত্মবিশ্বাস তো দেবেই। ম্যাচ জেতা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই আসলে। সো আমাদের জিততেই হবে এবং সেটার জন্য সবকিছু করতে প্রস্তুত থাকব। অনেক সময় হয় যে হারতে থাকলে মনের ভেতর থেকে জিদটা আসে না, আত্মবিশ্বাসটা আসে না। এই ম্যাচটা হয়তো আমাদের আত্মবিশ্বাস ও জিদ দুটোই দেবে। আমি বিশ্বাস করি আমাদের দল ভিন্ন মনোভাব নিয়েই খেলবে পরের ম্যাচে। ভালো খেলার এবং ম্যাচ জেতার (চেষ্টা করবে)।’


চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে বাংলাদেশকে নজর রাখতে হয়েছে রান রেটের দিকেও শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় সেই কথাটি সবসময় মাথায় ছিল সাকিববাহিনীর। ২৮০ রানের লক্ষ্য ৪১.১ ওভারে অতিক্রম করায় খুবই খুশি সাকিব।


তিনি আরও বলেন, ‘১৭-১৮ ওভারের দিকে আমরা বলেছিলাম আমরা যদি ৩০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারি আমরা তখন ম্যাচকে শেষের কাছাকাছি নিয়ে যেতে পারব। আর আমাদের একজন যদি উইকেটে থাকতে পারে তবে আমরা ম্যাচ দ্রুতই শেষ করতে পারব। কিন্তু আমরা দ্রুত কিছু উইকেট হারিয়েছি।’



‘আমি ও শান্তও আউট হয়ে গেছি। আমরা তবু চেষ্টা করছিলাম ৪১.২ ওভারের মধ্যে ম্যাচ শেষ করার, যা আমাদের কয়েকটি দলের চেয়ে এগিয়ে রাখবে। এর জন্য আমাদের কয়েকটি উইকেট হারাতে হয়েছে। তবে শেষ পর্যন্ত যেভাবে খেলেছি আমরা খুশি।’


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball