সাকিব ও বাংলাদেশের কাছ থেকে এটা অসম্মানজনক: ম্যাথিউস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
১৭ ঘন্টা আগে
বাংলাদেশের বিপক্ষে লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইমড আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন। ম্যাচের পরও এ নিয়ে উত্তাপ বইছে। সাকিব আল হাসান ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে টাইমড আউট নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য করেছেন।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সাকিব জানিয়েছেন নিয়মের মধ্যে থেকেই তিনি এই আউটের জন্য আবেদন করেছিলেন। অন্যদিকে ম্যাথিউসের দাবি তিনি নির্ধারিত সময়ের মধ্যেই ক্রিজে গিয়েছিলেন। এরপর হেলমেটে সমস্যা থাকায় অপেক্ষা করতে হচ্ছিল তার।
আম্পায়ার তাকে টাইমড আউট দেয়ার পরও হাতে ৫ সেকেন্ড বেঁচে ছিল বলে জানিয়েছেন ম্যাথিউস। আউট হওয়ার পর এই আউট নিয়ে কোচদের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাথিউসকে। লঙ্কান এই অলরাউন্ডার জানিয়েছেন, আম্পায়াররা তার হেলমেট ভেঙেছে দেখননি।

ম্যাথিউস বলেন, 'আমি ভুল কিছু করিনি। আমি যথাসময়েই মাঠে গিয়েছি। এটা হেলমেটের ভুল ছিল। আমি জানি না সাকিবের কমনসেন্স কোথায় গেল তখন, এটা সাকিব ও বাংলাদেশের কাছ থেকে অসম্মানজনক। তারা খেলাটাকে এতো নিচে নামাল। আইন অনুযায়ী আমি দুই মিনিটের মধ্যেই সেখানে ছিলাম।'
আম্পায়ারদের সিদ্ধান্তের সমালোচনা করে ম্যাথিউস বলেন, 'যখন হেলমেটে সমস্যা দেখি তখনও আমার হাতে ৫ সেকেন্ড ছিল। কোচকেও আম্পায়ার বলেছিল তারা দেখেনি যে আমার হেলমেট ভেঙ্গেছে। আমি মানকাড বা অবস্ট্রাকশন নিয়ে বলছি না, এটা কমন সেন্সের কথা বলছি। এটা অবশ্যই অসম্মানজনক।'
ম্যাথিউস যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন সেটা নিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না। পরের আরেকটি হেলমেট আনা হয়। সেটিও পছন্দ হয়নি এই লঙ্কান ব্যাটারের।
আইসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার আউট হলে নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে উইকেটে এসে বল খেলতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সাকিব আবেদন করলে আউট দেয়া হয় লঙ্কান ব্যাটারকে। যদিও বিশ্বকাপে টাইম আউটের সময় বেধে দেয়া হয়েছিল ২ মিনিট।