promotional_ad

‘টাইমড আউট’ বিতর্কে ক্ষুব্ধ গম্ভীর-স্টেইনরা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৫ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

আইসিসির নিয়ম অনুযায়ী একজন ব্যাটার ১১ রকম ভাবে আউট হতে পারেন। তবে সাধারণ ক্যাঁচ, বোল্ড ও রান আউটের বাইরে হওয়া আউটগুলোকে সহজভাবে নিতে পারে না অনেকে। আইসিসির নিয়মের মধ্যে থাকলেও অনেক আউট নিয়ে স্পিরিট অব ক্রিকেটের কথা উঠে আসে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা হয় মানকাড আউট নিয়ে।


সোমবার নতুন আরেক ধরনের আউট দেখল ক্রিকেট বিশ্ব। লঙ্কান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস হয়েছেন টাইমড আউট। এই আউটের পরই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সাকিব আল হাসানের বলে ডাউন দ্য ট্রেকে এসে বড় শট খেলতে গিয়ে আউট হন সাদিরা সামারাবিক্রমা। এপর মাঠে আসেন ম্যাথিউস। বিপত্তিটা ঘটে সেখানেই। 


ম্যাথিউস যে হেলমেট নিয়ে নেমেছিলেন সেটা নিয়ে অস্বস্তি বোধ করছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় যে ফিতা দিয়ে হেলমেট আটকে রাখা হয় সেটি কাজ করছিল না। পরের আরেকটি হেলমেট আনা হয়। সেটিও পছন্দ হয়নি এই লঙ্কান ব্যাটারের। আইসিসির আইন অনুযায়ী একজন ব্যাটার আউট হলে নতুন ব্যাটারকে ৩ মিনিটের মধ্যে উইকেটে এসে বল খেলতে হবে। নির্দিষ্ট সময় পার হয়ে গেলে সাকিব আবেদন করলে আউট দেয়া হয় লঙ্কান ব্যাটারকে।  



promotional_ad

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের আউটের আবেদন করা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়। এতে সাধারণ ক্রিকেট দর্শকদের সঙ্গে যোগ দিয়েছে সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। এমন আউটের সমালোচনা করেছেন গৌতম গম্ভীর, ডেল স্টেইন, রমিজ রাজার মতো সাবেক ক্রিকেটার। বর্তমান ক্রিকেটারদের মধ্যে উসমান খাওয়াজাও এই আউটে অবাক হয়েছেন।


আরো পড়ুন

২৮ রানে ৭ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ হার

১৪ ফেব্রুয়ারি ২৫
স্টিভ স্মিথকে আউট করে ওয়ানিন্দু হাসারাঙ্গার উল্লাস

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, 'ম্যাথিউস ক্রিজে চলে এসেছিল এরপর তার হেলমেটের স্ট্র্যাপ ভেঙে গিয়েছে। এটা কিভাবে টাইমড আউট? টাইমড আউট হতো যদি সে ক্রিজে না যেত কিন্তু এটা হাস্যকর। কোনো পার্থক্য নেই একজন ব্যাটার গ্রিজে গিয়ে তৈরি হতে তিন মিনিট সময় নিয়েছে কিনা এর সঙ্গে।' 


এদিকে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্ক ওয়াহ প্রশ্ন তুলেছেন সাকিবের মানুষিকতা নিয়েও। তিনি লিখেছেন, 'ভুলে যান স্পিরিট অব দ্য গেমের কথা, নিয়মের কথাও ভুলে যান, একজন ভালো মনের ক্রিকেটার কীভাবে এমন একটি আউটের জন্য আবেদন করতে পারে। কীভাবে একটি আউট এভাবে নিতে পারে।' 


ঘরের মাঠে এমন কাণ্ডে হতাশ হয়েছেন গৌতম গম্ভীর। তিনি  বলেন, 'আজকে দিল্লিতে যা হয়েছে এটা সত্যিই হতাশাজনক।' ডেল স্টেইন বলেছেন, 'আচ্ছা, এটা এতোটা ভালো নয়।' আকাশ চোপড়া বলেছেন, 'চলো ভাই, এটাই শুধু বাকি ছিল।'



সাবেক লঙ্কান ক্রিকেটার রাসেল আরনল্ড অবশ্য মনে করিয়ে দেয়ার চেষ্টা করেছেন আইসিসির নিয়ম। তিনি লিখেছেন, 'আইসিসির নিয়ম অনুযায়ী দুই মিনিটের মধ্যেই স্ট্রাইক নেয়ার জন্য রেডি হতে হবে।' আরেক সাবেক ক্রিকেটার রমিজ রাজা বলেছেন, ‘এ ঘটনার পর শ্রীলঙ্কা নিশ্চয়ই আরও একটু বেশি আবেগ ও রাগ নিয়ে খেলবে।’


অবশ্য বেশির ভাগ ক্রিকেটার ম্যাথিউসের পক্ষ নিলেও ইএসপিএন ক্রিকইনফোর এক ভিডিওতে ক্রিকেট বিশ্লেষক স্টিভ হারমিসন বলেছেন দোষটা লঙ্কান ব্যাটারের। সাকিবের পক্ষ নিয়ে বলেন,'আন্তর্জাতিক ক্রিকেটে এ ধরনের ঘটনা প্রথম। এটি বেশ অভাবনীয় যে ম্যাথিউস তার হেলমেটটাও দেখে আনলেন না। তিনি এটি কীভাবে করলেন! প্লেয়িং কন্ডিশন ও নিয়ম অনুযায়ী সাকিবের সিদ্ধান্ত সঠিক, আমার অবস্থানও তার পক্ষে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball