promotional_ad

সাকিব ১০০ ভাগের ১০ ভাগও খেলতে পারেনি: ‍সুজন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

বিশ্বকাপে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না সাকিব আল হাসানের। ব্যাটিংয়ের মতো ধার নেই সাকিবের বাঁহাতি স্পিনেও। রান খরায় নিজেকে রীতিমতো হারিয়ে খুঁজছেন বাংলাদেশের অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা গায়ে থাকলেও এবারের বিশ্বকাপের পারফরম্যান্সে নেই সেটির ছাপ। খালেদ মাহমুদ সুজনও তাই স্বীকার করে নিলেন সাকিবের ব্যর্থতার কথা। সেই সঙ্গে সাকিব যে নিজের সামর্থ???য অনুযায়ী খেলতে পারেননি সেটা মনে করিয়ে দিলেন বাংলাদেশের টিম ডিরেক্টর।


২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের বটেই বিশ্বের অন্যতম সেরা পারফর্মার ছিলেন সাকিব। ব্যাটিংয়ে ৬০৬ রান করা সাকিব বোলিংয়ে নিয়েছিলেন ১১ উইকেট। অথচ সেই সাকিবের একটুও দেখা মিলছে না ভারত বিশ্বকাপে। এখন পর্যন্ত সাত ম্যাচে সাকিবের ব্যাট থেকে এসেছে ১০৪ রান। বোলিংয়েও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। যাকে নিয়ে বাংলাদেশের মানুষের এত আশা ভরসা সেই সাকিবেই নেই ছন্দে।


যার প্রভাব হয়ত পড়েছে দলেও। নিজের ছন্দ ফেরাতে ঢাকায় ফিরে শৈশবের কোচের কাছে ছয় ঘণ্টার ব্যাটিং সেশনও করেছেন। তবে শেষ পর্যন্ত কাজে আসেনি কোন কিছুই। বরং পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে সাকিবকে যেভাবে ভুগতে দেখা গেছে সেটা একেবারে অবিশ্বাস্য। সুজন জানিয়েছেন, সাকিব শুধু নিজের পারফরম্যান্সের কথা ভাবছেন না বরং তার ভাবনায় দলের জয়।



promotional_ad

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুজন বলেন, ‘সাকিব তো তার একশ ভাগের দশ ভাগও না (খেলতে পারেনি), এটা সাকিবও বুঝে ভালো। এজন্যই তো ও ঢাকায় গিয়েছিল ট্রেনিং করতে হয়তবা। ও জানে যে ও কতটা উদগ্রীব পারফর্ম করার জন্য। খালি ওর পারফরম্যান্স না ও চায় দল জিতুক। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দল পারফর্ম করতে পারছে না, দল জিততে পারছে না। ২০১৯ বিশ্বকাপে যেভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে অধিনায়ক হিসেবে সেভাবে করতে না পারাও একটা কারণ হতে পারে।’


আরো পড়ুন

লিটন রান করবে এটাই স্বাভাবিক: সুজন

১০ মার্চ ২৫
৬০ রানের ইনিংস খেলার পথে লিটন, ক্রিকফ্রেঞ্জি

সাকিবের মতো ব্যাটিংয়ে ব্যর্থতার গল্প লিখেছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম। লিটন দাস ও মাহমুদউল্লাহ রিয়াদের হাতেগোনা কটা ভালো ইনিংস থাকলেও দলের পারফরম্যান্সে কোনো প্রভাব রাখতে পারেননি। বাংলাদেশের ব্যর্থতার জন্য শুধু সাকিবকে দোষারোপ না করতে নারাজ সুজন। বাংলাদেশের টিম ডিরেক্টর মনে করেন, খেলোয়াড় হিসেবে সবার দায়িত্ব এক।


সুজন বলেন, ‘এটা শুধু সাকিবের একার দোষ দিয়ে লাভ নেই। দলে তো সাকিব একা খেলে না আরও ১০জন খেলোয়াড় খেলে। অধিনায়কের দায়িত্বটা একটু ভিন্ন কিন্তু খেলোয়াড় হিসেবে তো সবার দায়িত্ব এক। সাকিব যখন ব্যাটিং করে সাকিব তো তখন অধিনায়ক না তখন সে একজন ব্যাটার। যখন বোলিং করে তখন সে একজন বোলার। দিনশেষে সব ব্যাটার-বোলারকে একই দায়িত্ব নিতে হবে।’


এবারের বিশ্বকাপে সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। ছয় ম্যাচ হেরে বর্তমানে পয়েন্ট টেবিলের নয় নম্বরে আছে সাকিবের দল। যার ফলে শঙ্কায় বাংলাদেশের ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার স্বপ্ন। গ্রুপ পর্বের খেলা শেষে সেরা আটে থাকতে না পারলেও সুযোগ মিলবে না সেই টুর্নামেন্ট। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলের ব্যর্থতায় সমালোচনাটা বেশি হচ্ছে সাকিবকে ঘিরে। সুজন অবশ্য মনে করেন, শুধু সাকিব না সবারই সমালোচনা উচিত।



টিম ডিরেক্টর সুজন বলেন, ‘অধিনায়ক হিসেবে আপনাকে সেই সমালোচনা নিতেই হবে, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় সব সমালোচনা সাকিবের না, আমাদের সবার সমালোচনা (হওয়া উচিত)। বাংলাদেশ যখন আসে তখন আমরা সবাই একটা দল। আমিও যেমন একটা অংশ। সেটা আমারও ব্যর্থতা। আমি মনে করি ব্যর্থতাটা আমাদের সবার আমরা ভালো করতে পারিনি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball