promotional_ad

পাকিস্তানের হয়ে ২০২৪ বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চাই: মালিক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে

৯ ঘন্টা আগে
রিভার্স সুইপ খেলছেন আঘা সালমান

১৯৯৯ সালে ওয়ানডে ক্রিকেটের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন শোয়েব মালিক। এরপর ২৪ বছর পেরিয়ে গেলেও এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসরে যাননি এই অভিজ্ঞ ক্রিকেটার। পাকিস্তানের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে শিরোপা জিততে চান তিনি।


আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনও অবসর নেননি মালিক। পাকিস্তানের হয়ে ২০১৫ সালে টেস্ট এবং ২০১৯ সালে ওয়ানডে ছাড়েন তিনি। শেষবার পাকিস্তানের হয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে দেখা যায় তাকে।



promotional_ad

সেই বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসে পাকিস্তান দল। সেখানেও খেলতে দেখা যায় মালিককে। যদিও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডে ডাক পাননি তিনি। বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে দাপিয়ে বেড়ালেও পাকিস্তানের জার্সি পরে আর খেলা হয়নি মালিকের।


৪২ বছর বয়সেও বেশ ফিট মালিক। ব্যাট হাতে ফর্মও আছে তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে মালিক এতদিন ধরে অবসর না নেয়ায় অবাক হচ্ছিল পাকিস্তানের সমর্থকরা। এবার নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন ক্যারিয়ারের সায়াহ্নে পুরোদস্তুর 'ব্যাটার' বনে যাওয়া এই ক্রিকেটার।


মালিক বলেন, ‘২০২৪ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ উঁচিয়ে ধরতে চাই। আমার কোনো ফিটনেস ইস্যু নেই। আমি আমার তরুণ বয়সের মতোই এখন ফিট। আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য এখনো প্রস্তুত, যদি পিসিবি আমাকে চায়।’



পাকিস্তানের হয়ে মালিক টেস্ট খেলেছেন ৩৫টি। লম্বা সময়ের মধ্যে ওয়ানডে খেলেছেন ২৮৭টি। টি-টোয়েন্টি খেলেছেন ১২৪টি। সবধরনের টি-টোয়েন্টি মিলিয়ে ১৩ হাজারের কাছাকাছি (১২,৬৮৮) রান করেছেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball