‘টপ অর্ডারই ঠিক নেই, ভালো ফলাফল আশা করা যায় না’
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট
৬ ফেব্রুয়ারি ২৫
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্সে ভরাডুবি হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও টানা ৬ ম্যাচ হেরে ইতোমধ্যে সেমি ফাইনালের দৌড় থেক??? ছিটকে গেছে তারা। এমন পারফরম্যান্সের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
কারণ স্বাগতিক পাকিস্তানসহ পয়েন্ট টেবিলের শীর্ষ আটে থাকা দলগুলোই ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবে। বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে অপরিকল্পিত ব্যাটিং অর্ডারকে দায়ী করেছেন টাইগারদের সাবেক কোচ সারোয়ার ইমরান।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, 'আপনি যদি জিজ্ঞেস করেন ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, পাকিস্তানের টপ অর্ডার ব্যাটসম্যান কারা, শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটসম্যান কারা, বিশ্বকাপে খেলছে যেকোনো দলের টপ অর্ডার ব্যাটসম্যানের নাম আপনারা সবাই বলতে পারবেন। শুধু বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান কারা আমরা বলতে পারব না।'
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
২২ ঘন্টা আগে
বেশ কয়েকটি ম্যাচেই টপ অর্ডার ও মিডল অর্ডারে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। এ ছাড়া বিশ্বকাপের আগে নিয়মিত মিডল অর্ডারে খেললেও তাওহীদ হৃদয়কে বিশ্বকাপে খেলানো হচ্ছে লোয়ার অর্ডারে। সারোয়ার ইমরান মনে করেন ওপেনিং, ওয়ান ডাউন ব্যাটারদের জন্য বিশেষ অনুশীলন প্রয়োজন।
হুট করে কাউকে এনে এই পজিশনে খেলানোর কোনো সুযোগ নেই বলে মনে করেন তিনি। অভিজ্ঞ এই কোচ বলেন, 'কালকে কে ওপেন করবে, পরশু কে ওয়ান ডাউনে খেলবে সেটা আমরা জানি না। যে দলের টপ অর্ডার ঠিক হয়নি সেই দলের কাছ থেকে ভালো ফলাফল আশা করা যায় না।'
বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের অন্যতম কারণ হিসেবে তামিমের অবসর, অধিনায়কত্ব ছাড়া ও ব্যাটিং অর্ডারকে দোষারোপ করেছেন সারোয়ার ইমরান। তিনি মনে করেন অনেক প্রতিভা থাকলেও তানজিদ হাসান তামিমের মতো ব্যাটারের বিশ্বকাপ দলে থাকা উচিত হয়নি।
তিনি এই ব্যাপারে খোলাসা করে বলেছেন, 'প্রথম সমস্যা হলো তামিমের অবসর। অধিনায়কত্ব থেকে সরে যাওয়া, অপরিকল্পিত টপ অর্ডার, কেউ জানে না সে কোন জায়গায় খেলবে। একটা প্লেয়ারের টপ অর্ডারে খেলতে হলে আলাদা অনুশীলন লাগে, আলাদা ট্যাকনিক লাগে। নতুন বলে সুইং থাকে, যে কাউকে এনে ওপেনিং করালাম পরে যারা আসবে তারা জানে যে আমি রান করতে না পারলে আমি থাকব না। তানজিদ তামিম ওপেনিং করল। সে হয়ত ভালো ব্যাটসম্যান, প্রতিভাবান কিন্তু বিশ্বকাপ দলে আসার মতো মনে হয় না। এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত।'