শুক্রবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন লিটন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লিটন-সাব্বির ব্যর্থ, জিতল গুলশান
৩০ মিনিট আগে
বিশ্বকাপ চলাকালীন লিটন দাস ঢাকা ফিরে এসেছেন গত বুধবার। কাজ সেরে আবারও বিশ্বকাপ খেলতে যাবেন বাংলাদেশ জাতীয় দলের এই ওপেনার। আগামীকাল শুক্রবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এমনটাই জানিয়েছে ক্রিকফ্রেঞ্জিকে। লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। মূলত স্ত্রীকে একটু সময় দিতেই দেশে ফিরেছিলেন তিনি। পরিবারিক কারণ হওয়ায় বিসিবি তার দু’দিনের ছুটি মঞ্জুর করেছে।

বিশ্বকাপে এরই মাঝে সাতটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচ হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে লাল-সবুজের দল। অনিশ্চিত চাদরে ঢাকা পড়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও।
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
২২ ঘন্টা আগে
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলার জন্যে ইতোমধ্যেই দিল্লি পৌছানো দল লা মেরিডিয়ান হোটেলে উঠেছে।
সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচটির আগেই, অর্থাৎ শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লিটন। ব্যাট হাতে বাংলাদেশ দলের বড় রকমের ভরসার প্রতীক হয়ে থাকলেও এবারের বিশ্বকাপে তেমন কিছুই করতে পারেননি লিটন।
আসরে সাতটি ম্যাচ খেলে দুটি হাফ সেঞ্চুরিতে তার ব্যাট থেকে আসে মাত্র ২২৫ রান। বিশ্বকাপের আগেও অবশ্য সেভাবে ছন্দে ছিলেন না লিটন। ১০ ইনিংসে কেবল একটি হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তিনি।