promotional_ad

সাকিবকে এতোটা ভুগতে কমই দেখেছি: ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স

২ ঘন্টা আগে
৭ বছর পর সেঞ্চুরি করে অগ্রণী ব্যাংককে জেতালেন সাদমান ইসলাম, রিমার্ক হারল্যান স্পোর্টস

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে একেবারেই ভালো সময় যাচ্ছে না সাকিব আল হাসানের। পাকিস্তানের বিপক্ষে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। তার এমন পারফরম্যান্সে হতাশ ইমরুল কায়েস। বাংলাদেশের এই ওপেনারের দাবি, রান করার জন্য সাকিবকে এমন স্ট্রাগল (কষ্ট করা) করতে তিনি খুব কমই দেখেছেন।


আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট মিলিয়ে সাকিবের সঙ্গে প্রায় ১৫-১৬ বছর ধরে খেলছেন ইমরুল। এর মধ্যে জাতীয় দলে লম্বা একটি সময় ধরে ভিন্ন ভিন্ন সংস্করণের ম্যাচ খেলেন এই দুজন। ঘরোয়াতেও বেশ কয়েকটি মৌসুম একসঙ্গে খেলেন সাকিব এবং ইমরুল।



promotional_ad

আর তাই সাকিবের ব্যাটিং সম্পর্কে বেশ ভালোভাবেই ওয়াকিবহাল ইমরুল। দল থেকে বাদ পড়া এই ওপেনারের চিন্তা হচ্ছে সাকিবের রান খরা নিয়ে। পাকিস্তানের বিপক্ষে ৬৪ বলে ৪৩ রান করেন বাংলাদেশের অধিনায়ক। লম্বা সময় ধরে উইকেটে থাকলেও পাকিস্তানি বোলারদের খেলতে বেশ কষ্টই করছিলেন সাকিব।


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

২২ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

ক্রিকফ্রেঞ্জি লাইভে ইমরুল বলেন, 'সাকিব আজকে যে অবস্থায় মাঠে নেমেছিল, সাকিবের আসলে তার মতো করে খেলা কঠিন ছিল। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে সবসময় ৯০ প্লাস বা ১০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে আপনি দেখেন। সাকিব সবসময় রানিংয়ে থাকে, স্ট্রাইক রোটেড করতে চায়, সেটা আজকের পরিস্থিতির দাবি ছিল না। সে ওভাবেই সময় নিয়েছে। কারণ সে চাচ্ছিলম একটু থিতু হতে। আমি ওর সাথে যতদিন ক্রিকেট খেলেছি, আমি সাকিবকে এতোটা স্ট্রাগল করতে কমই দেখেছি।'


'ও আজকে চাচ্ছিল রান করার এবং দলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার। সেজন্য সেভাবেই সে সময় নিয়েছে। যে কাজটা রিয়াদ ভাই সবসময় করে ওটাই কিন্তু আজকে সাকিব ভাই করার চেষ্টা করছিল। সাকিব যখন থিতু হয়ে যায় তখন আমি ভেবেছিলাম সে আজকে বড় একটা রান করবে। কিন্তু আবারও, ওটা ঠিকমতো এক্সিকিউট করতে পারেনি ব্যাটে বলে। এজন্য সফল হয়নি।'



বিশ্বকাপে ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি সাকিবের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া বাকি পাঁচ ম্যাচে তার রান যথাক্রমে ১৪, ১, ৪০, ১ এবং ৫। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না সাকিবের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball