promotional_ad

সাকিবদের নিয়ে ভন-পার্থিবের সমালোচনা যুক্তিসঙ্গত নয়, বলছেন ইমরুল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স

২ ঘন্টা আগে
৭ বছর পর সেঞ্চুরি করে অগ্রণী ব্যাংককে জেতালেন সাদমান ইসলাম, রিমার্ক হারল্যান স্পোর্টস

বিশ্বকাপে একটানা ম্যাচ হারছে বাংলাদেশ। এ নিয়ে টানা ছয়টি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়েছে টাইগাররা। স্বাভাবিকভাবেই লাল-সবুজের দল নিয়ে চলছে সমালোচনা। এমনকি সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়েও চলছে সমালোচনা। মাইকেল ভন এবং পার্থিব প্যাটেলরা বিভিন্ন অনুষ্ঠানে সাকিবের নেতৃত্ব নিয়ে সমালোচনা করছেন। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এসব ক্রিকেটারের সমালোচনাকে একেবারেই যুক্তিসঙ্গত মনে হচ্ছে না ইমরুল কায়েসের।


ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভন জানিয়েছিলেন, বাংলাদেশ দলের ক্রিকেটাররা একে অপরের জন্য খেলছেন না। যার কারণে ফলাফল আনতে পারছেন না তারা। তার এমন মন্তব্যে চটেছেন ইমরুল। তার মতে, ভন এই দেশের ক্রিকেট সংস্কৃতি সম্পর্কে কিছুই জানেন না।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জির লাইভে ইমরুল বলেন, 'আপনি যদি দেখেন, ইংল্যান্ড দলেরও কিন্তু একই অবস্থা। তাহলে আপনি কী বলবেন? আমরা আসলে আমাদের দেশের দলকে ভালো চিনি। মাইকেল ভন দূর থেকে আমাদের সংস্কৃতি জানবে না, বুঝবে না। সাকিব বা অন্যান্যরা কীভাবে নিজেদের ওপর আস্থা রাখে, সাহায্য করে, এটা বাইরে থেকে কেউ বুঝবে না। এটা আমরা ড্রেসিং রুম থেকে ভালো বুঝব। যারা ওর সাথে খেলেছি, মাইকেল ভন তো আর ওর সাথে খেলে নাই।'


আরো পড়ুন

পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ

২৩ ঘন্টা আগে
মোহামেডানের জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

'ও বাইরে থেকে অনেক কথাই বলতে পারে। তো ওই কথা নিয়ে আমাদের অতো লাফালাফি করা ঠিক না। কারণ আমরা আমাদের সংস্কৃতিতে বড় হয়েছি। সে তার সংস্কৃতিতে বড় হয়েছে। আমার মনে হয় কথাগুলো ঠিক না। এখন আমাদের কঠিন সময়। আমাদের টিম, আমাদের দেশ, আমরা চাই আমাদের দেশটা আরও এগিয়ে যাক।'


এদিকে ভারতের সাবেক উইকেটরক্ষক পার্থিব প্যাটেল জানিয়েছেন, সাকিব ক্রিকেটার হিসেবে অসাধারণ হলেও নেতৃত্ব দিয়ে তার দলকে একত্রিত করতে পারছেন না। এমন মন্তব্য পছন্দ হয়নি ইমরুলের। তার মতে, সাকিব বরাবরই তার দলের ক্রিকেটারদের সঙ্গে বন্ধুসুলভ।



ইমরুল আরও বলেন, 'সাকিব টিমকে কীভাবে অনুপ্রাণিত করে সেটা তো আর পার্থিব প্যাটেল এসে দেখে না। পার্থিব হয়ত সাধারণ কোনও মানুষের মতোই দূর থেকে অনুমান করে। যারা সাকিবের সাথে খেলেছে, তারা জানে সাকিব কীভাবে জুনিয়র সিনিয়র সবার সাথে কতোটা বন্ধুসুলভ বা সবার সাথে কত আন্তরিকভাবে মেশে। অধিনায়ক থাকা অবস্থায় যেভাবে মিশে এটা হয়ত পার্থিব জানে না।'


'পার্থিবের সাথে হয়ত সাকিব ফ্র্যাঞ্চাইজিতে খেলেছে, কতটা মিশেছে জানি না। তবে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আমি জানি, সাকিব চায় সবাইকে সাথে নিয়ে চলা। বিপদ আপদে তাদের পাশে থাকা। তাই এই কথাটা একদমই যুক্তিসঙ্গত না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball