promotional_ad

'বুমরাহকে থামাতে ওর জুতা চুরি করো'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পিঠের চোটে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন জসপ্রিত বুমরাহ। তার মাঠে ফেরাকালীন অনেকেই ধারণা করেছিলেন, ছন্দে ফিরতে হয়তো সময় নেবেন তিনি। কিন্তু এশিয়া কাপ ও চলতি বিশ্বকাপে যেন সব ভুল প্রমাণ করে চলেছেন এই ভারতীয় পেসার।


নিজে তো ছন্দে আছেনই, উল্টো নতুন-পুরান বলে প্রতিপক্ষের ছন্দ পতন ঘটানোর কাজটাও করে চলেছেন। গেল দিন ইংল্যান্ডের টপ অর্ডার ভেঙে দেয়ার মূল কারিগরও তিনি। ভারতের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পেছনে ব্যাটারদের যেমন অবদান, তেমনই অবদান তারও।


৬ ম্যাচের ৬টিতে জিতে ভারত যখন সেমিফাইনালে, তখন বাকিদলগুলো মন্ত্র খুঁজে বেড়াচ্ছে স্বাগতিকদের থামানোর। তবে শুধু ভারতের ব্যাটারদের থামালেই তো চলবে না, থামাতে হবে দলটির বোলিং অ্যাটাককেও। যা চলতি আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল বোলিং অ্যাটাক, আর এর নেতৃত্বেই আছেন বুমরাহ।



promotional_ad

বুমরাহকে থামানোর অবশ্য উপায় খুঁজে পেয়েছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক মনে করেন,  বুমরাহকে থামানোর একমাত্র উপায় তার জুতা চুরি করা। ওয়াসিম বলেন, 'যখন বুমরাহ উইকেটের পাশ থেকে বাঁহাতিদের বোলিং করে এবং সিমে বল ছাড়ে… এবং যখন সে ক্রিজের একটু দূর থেকে বল করে তখন ব্যাটার মনে করে বলটা ভিতরে আসছে। স?? (ব্যাটার) সেই পজিশনের জন্যই খেলবে। কিন্ত বল পিচে আঘাত করে ভিতরে আসার বদলে বাইরে চলে যায়।'


চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসর ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি বুমরাহ। তবে এক বছর পর দলে ফিরে এশিয়া কাপে তিন ম্যাচে নেন ৪ উইকেট। এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে নেন মোট পাঁচ উইকেট। 


এসব ছাপিয়ে বিশ্বকাপে তো আরও ভয়ানক হয়ে উঠেছেন বুমরাহ। বিশেষ করে নতুন বলে তিনি যেনো আরও ভয়ানক। আসরে এখন পর্যন্ত ভারতের ছয় ম্যাচের তিনটিতেই দলের হয়ে প্রথম উইকেট নিয়েছেন এই পেসার। ফলে ওয়াসিমে নতুন বলে নিজের থেকেও সেরা মনে করেন বুমরাহকে।


কিংবদন্তী এই পেসার বলেন, 'অধিকাংশ সময়ই, আপনি (ব্যাটাররা) বল মিস করবেন। আমি যখন নতুন বলে ডানহাতি ব্যাটারদের বিপক্ষে এই ধরনের আউটসুইঙ্গার বল করতাম, মাঝে মাঝে আমিও নিজেও বলের নিয়ন্ত্রণ রাখতে পারতাম না। তবে বুমরাহ অবশ্যই নতুন বলে আমার থেকেও ভালো নিয়ন্ত্রণ করতে পারে।'



অবশ্য নতুন কিংবা পুরাণ উভয় বলেই দারুণ ছন্দে আছেন এই ভারতীয় বোলার। চলতি আসরে ভারতের সবথেকে সেরা বোলারও তিনি। ছয় ম্যাচে এখন পর্যন্ত ইকোনমি রেট এখন পর্যন্ত তুলে নিয়েছেন মোট ১৪ উইকেট। তাই ওয়াসিম মনে করেন বুমরাহকে থামানোর একটাই মাত্র উপায় আছে। আর সেটা হলো এই ডানহাতি পেসারের জুতা চুরি করে নেয়া।


জুতা চুরি প্রসঙ্গে ওয়াসিম মজার ছলে বলেন, 'সে নতুন বলে ব্যাটারদের জন্য যে লেন্থে বোলিং করে, সেটাই তাদের (ব্যাটারদের) জন্য অনিশ্চয়তা তৈরি করে। বুমরাহকে থামানোর একটাই মাত্র উপায় আছে তার উপর চাপ প্রয়োগ করো এবং তার জুতা চুরি করে নাও।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball