promotional_ad

মন খারাপ করে থাকলে চলবে না, সামনে এগোতে হবে: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সুযোগটা ছিল নেদ্যারল্যান্ডস ম্যাচে। কিন্তু এই ম্যাচে হেরে উল্টো আত্মবিশ্বাস আরও তলানিতে গিয়েছে সাকিব আল হাসানের দলে। তাই তো ডাচদের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে সাকিবের কণ্ঠে ছিল বিষণ্নতা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিবের কণ্ঠে একটু হলেও পাওয়া গেল আত্মবিশ্বাসের 'সুর'।


বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে আসা বাংলাদেশ আসরের শুরুটা করেছিল আফগানিস্তানকে হারিয়ে। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হেরে ছন্দ হারিয়ে ফেলেন তারা। হারানো সেই ছন্দ এখনও খুঁজে বেড়াচ্ছে বাংলাদেশ। ৬ ম্যাচের ৫টিতে হেরে ইতোমধ্যে সেমিফাইনালের স্বপ্ন শেষও হয়ে গিয়েছে লাল-সবুজের দলটির।



promotional_ad

তারপরও এখন ভিন্ন এক সমীকরণ মাথায় নিয়ে বিশ্বকাপে সেরাটা দেয়ার লক্ষ্য বাংলাদেশের। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতে পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে হবে তাদের। তাই পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।


পাকিস্তান ম্যাচ ছাড়াও বাংলাদেশের হাতে আছে আরও ৩টি ম্যাচ। কিন্তু সবশেষ ম্যাচে ডাচদের বিপক্ষে ৮৭ রানে হারের পর বাংলাদেশের পরবর্তী ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে সাকিব চেষ্টা করেছেন ফুরফুরে মেজাজে থাকার। আর তার কথা বলা দেখে ভিনদেশি এক সাংবাদিক প্রশ্নটা করেই ফেললেন।


তার কথা শেষ হওয়ার আগেই হেসে সাকিব বললেন ‘আমার কণ্ঠ বদলে গেছে? আলাদা?’ দলের পরিস্থিতিটা কীভাবে বদলাবেন? এবার তিনি বললেন, ‘আমরাই কেবল পারি দলের পরিস্থিতি বদলে দিতে নিজেদের অ্যাকশন দিয়ে। এটাই করার চেষ্টায় আছি আমি। ’



এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। কিন্তু এরপর থেকে ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। সবশেষ আঘাতটা এসেছে নেদারল্যান্ডসের কাছে হারে। এরপর দুদিন বিরতি দিয়ে নামতে হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। এই সময়ে কী হলো?


সাকিব বলেন, ‘স্বাভাবিকভাবে ওদিন তো সবাই অনেক খারাপ ফিল করেছে। কিন্তু আসলে খারাপ ফিল করতে থাকলে তো চলবে না। সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। সবাই সেটা করার চেষ্টা করেছে। আমরা একসঙ্গে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেভাবে করা সম্ভব, যেটা করলে আমাদের মনে হয়েছে হয়তো ভালো কিছু হতে পারে। সেগুলো আমরা করার চেষ্টা করেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball