promotional_ad

আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি: ব্র্যাডবার্ন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন প্রায় শেষ বললেই চলে বাংলাদেশের। কাগজে-কলমে হিসেবের খাতায় শেষ চার এখন অসম্ভবই। তারপরও হাতে থাকা তিন ম্যাচের তিনটিতেই জয়ের আশা সাকিব আল হাসানের দলের। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সমীকরণ।


মঙ্গলবার নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। একদিকে বাংলাদেশের যেমন জয়ের বিকল্প নেই, তেমনই পাকিস্তানের জন্যও ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। কারণ সেমি ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের।



promotional_ad

বিশ্বকাপের শুরুটা টানা দুই জয় দিয়ে করলেও টানা ৪ ম্যাচে হেরেছে পাকিস্তান। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুব কাছে গিয়েও জেতা হয়নি তাদের। এমন অবস্থায় আত্মবিশ্বাস তলানিতে থাকলেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চায় বাবর আজমের দল। 


জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্ন জানিয়েছেন, বাংলাদেশকে হালকাভাবে না দেখার কথা। তিনি বলেন, 'বাংলাদেশ সম্পর্কে আমরা ভালোভাবে জানি। এশিয়া কাপে তাদের বিরুদ্ধে খেলেছি। অতীতেও অনেক খেলেছি। ভেন্যুটা আমাদের জন্য নতুন, তবে আমরা প্রচুর হোমওয়ার্ক করেছি যাতে পরের ম্যাচগুলোতে নিজেদের সেরাটা দিতে পারি।'


বাংলাদেশের বিপক্ষে জিতলে হলে নিজেদের ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন ব্র্যাডবার্ন। তবে সেটিই ঠিকঠাক পারছে না তারা। ব্যাটারদের ব্যর্থতা বেশি ভোগচ্ছে তাদের। তাই বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ দেখছেন তিনি। তার ভাষায়, 'আমরা বাংলাদেশকে অনেক সম্মান করি। তাদের অনেক কোয়ালিটি ক্রিকেটার আছে। আমরা বাংলাদেশের মুখোমুখি হতে ভালোভাবে প্রস্তুত।'



'আমরা এমন এক অবস্থায় পড়ে গেছি যেখানে আমরা থাকতে চাইনি। যা আমাদের নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে তো আর লাভ নেই। আমরা ভালো প্রস্তুতি নিয়ে, নিজেদের সেরাটা দিয়ে শেষ ৩ ম্যাচ খেলতে চাই। এটা অবশ্যই কষ্টদায়ক। ছেলেরা কালকের সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছে'।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball