promotional_ad

ক্রিকেটারদের পাশে কেউ না থাকলেও আমরা আছি: পাপন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

২ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

একটানা পাঁচটি হারে ইতোমধ্যেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। কাগজে কলমে কিছু সমীকরণ উকি দিলেও বস্তুত বিশ্বকাপ শেষ বাংলাদেশের। চারদিকে যখন বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা চলছে, তখনই তাদের আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নাজমুল হাসান পাপন।


বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন দুঃসময়ে ক্রিকেটারদের পাশে থাকবে বলে জানিয়েছেন পাপন নিজেই। বাকি তিনটি ম্যাচ জিতে বাংলাদেশ ঠিকভাবেই বিশ্বকাপ শেষ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বোর্ড সভাপতি।



promotional_ad

পাপন বলেন, 'আশা করা ছাড়া উপায় নাই। আমি বলেছি। খারাপ সময়ে মানুষ অনেক কিছু বলবে। কারণ ভালো সময়ে মানুষ মাথায় নিয়ে নাচে। তাহলে খারাপ সময়ে বলবে না কেন। কিন্তু এই খারাপ সময়ে কেউ না থাকলেও আমরা আছি।'


'এই খারাপ সময়ে ওদের পাশে আমরা আছি। কিসের জন্য আছি ? সামনে ওরা যেন ভালো খেলে, সেজন্যে। এই বিশ্বাস ওদের উপরে আছে। আমাদের যে শক্তি সামর্থ্য আছে, এটা নিয়েই লড়তে হবে। আমরা কোনো পরিবর্তন আনতে পারব না। কোনো জায়গায় কোনো পরিবর্তন আনতে পারব না। কাজেই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনের ম্যাচগুলো ভালো খেলুক এই প্রত্যাশায়।'


আসরে আরও তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। সামনের তিনটি ম্যাচে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে টাইগাররা। এই ম্যাচগুলোতে বাংলাদেশের ওপর বিশ্বাস রাখতে চান পাপন। যদিও ম্যাচগুলোতে বাংলাদেশ জিতবে কিনা সেই ব্যাপারে নিশ্চয়তা দিতে চান না তিনি।



পাপন আরও বলেন, 'যেটা হয়ে গেছে আমাদের কিছুই করার নেই আমাদের সামনে তিনটি ম্যাচ আছে। এই তিন ম্যাচে আমরা কীভাবে ভালো খেলতে পারি এটা ছাড়া করার কিছু নেই। এটা করতে হলে দুটো জিনিস করতে হবে। ওদের মধ্যে সাহস যোগাতে হবে, বিশ্বাস যোগাতে হবে। যেন ওরা পারে। এই বিশ্বাস আর সাহস যদি ওদের নিজেদের মধ্যে না আসে, তাহলে ওরা সবসময় কনফিউজ থাকবে। শট সিলেকশানে ভুল করবে। মারতে গেলে এমন হতেই পারে।'


'আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু সিরিজ চলছে, টুর্নামেন্ট চলছে, আরও তিনটা ম্যাচ বাকি। আবার এই ম্যাচগুলোতে আহামরি কিছু করতে পারব সেটাও না। তবে আমরা সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখনও সম্ভব। হারা জিতা বড় কথা না, ভালো ক্রিকেট খেলাটা আসল। আমাদের ব্যাটিং ভালো হচ্ছে না। আমি ওদের এটাই বলেছি, দে শুড ফাইট ব্যাক। ওরা কি চায় বলুক, যখন যা চায় আমরা আছি। ওরা কথা দিয়েছে ওরা বসবে। এটাও বলেছে চাওয়ার কিছু নাই। আমি কথা বলে মনে হয়েছে ওরা এখন অনেক বেশি সিরিয়াস। এটা নিয়ে চিন্তা করছে কীভাবে আরও ভালো করা যায়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball