বিশ্বকাপ শেষ কুমারার, বদলি চামিরা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে থেকেই চোট নিয়ে বিপাকে ছিল শ্রীলঙ্কা। ভারতে বিশ্বকাপ খেলতে এসেও একই সমস্যায় ভুগছে তারা। তৃতীয় ক্রিকেটার হিসেবে এবার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লাহিরু কুমারা। ডানহাতি এই পেসারের বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন দুশমন্থ চামিরা।
সবশেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন কুমারা। ৩৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। ছন্দে ফেরায় তাকে নিয়ে আশায় বুক বাঁধছিল দেশটির সমর্থকরা। তবে সেখানে দুঃসংবাদ দিয়েছে কুমারার চোট।

সোমবার (৩০ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে পুনেতে অনুশীলন করার সময় বাম পায়ের উরুতে চোট পেয়েছেন কুমারা। যে কারণে পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন ডানহাতি এই পেসার।
কুমারার বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন চামিরা। দলে চোটের সমস্যা থাকায় তাকে আগে থেকেই রিজার্ভ ক্রিকেটার হিসেবে এনে রেখেছিল শ্রীলঙ্কা। যে কারণে খুব বেশি সমস্যায় পড়তে হচ্ছে না তাদের। যদিও ফিট থাকলে দলের সেরা পেসার হিসেবে বিশ্বকাপের শুরু থেকেই থাকতেন চামিরা।
বিশ্বকাপের জন্য পেসার হিসেবে শ্রীলঙ্কার প্রথম পছন্দ ছিলেন চামিরা। তবে ২৭ সেপ্টেম্বরের মাঝে ফিট হয়ে উঠতে পারেননি তিনি। সবশেষ জুনে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে খেলেছেন ডানহাতি এই পেসার।
জিম্বাবুয়ে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাই পর্বের আগে যা নিয়ে ভুগতে হয়েছে তাকে। সেখান থেকে সেরে উঠলেও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার সময় আবারও চোটে পড়েন চামিরা। যে কারণে বিশ্বকাপ দলে জায়গা মেলেনি তার। তবে কুমারার চোটে এবার বিশ্বকাপ খেলতে সমস্যা নেই ডানহাতি এই পেসারের।