promotional_ad

আপনি যাকে মন চায় তাকে খেলান, ফলাফল একই পাবেন: সালাহউদ্দিন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২৬ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়ে গেল বাংলাদেশ। তুলনামূলক খর্বশক্তির দলের কাছে হেরে বাদ পড়ায় ইতোমধ্যেই দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে হতাশা। বাংলাদেশ দলের সামগ্রিক চিত্র নিয়ে নানান ধরনের মতামত শোনা যাচ্ছে। পুরো সমস্যাটা দেশের ক্রিকেটের 'সিস্টেম' এ বলে মনে করছেন মোহাম্মদ সালাহউদ্দিন।


সালাহউদ্দিনের মতে, বাংলাদেশের জাতীয় দলে খেলা ক্রিকেটার বা এর বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যে বিশেষ কোনও পার্থক্য নেই। সেক্ষেত্রে যার ভাগ্য থাকে, সে-ই জাতীয় দলে সুযোগ পায় বলে মনে করছেন বাংলাদেশের সাবেক এই সহকারী কোচ।


ক্রিকফ্রেঞ্জির লাইভে সালাহউদ্দিন বলেন, 'এটা সবসময় অফ দ্যা রেকর্ডে বলি, বাংলাদেশের প্লেয়াররা আসলে ১৯ আর ২০। যে জাতীয় দলে খেলে আর যে জাতীয় দলের বাইরে থাকে, তাদের পার্থক্য ১৯ আর ২০। আপনি যাদের মন চায় তাদের খেলায় দেন, কোনও সমস্যা নাই। ফলাফল একই আসবে।'



promotional_ad

'ধরেন আমি নির্বাচক। আমার ১৫ জন প্লেয়ার পছন্দ। ওরাই খেলবে। আবার ধরেন আরও একজন নির্বাচক আছে, তার পছন্দ ১৫ জন। তো এখানে যার ভাগ্য থাকে সে খেলবে। এখানে পারফর্ম করে কে ঢোকে বলেন। যারা বাদ পড়ে ওরা পারফর্ম না করেই বাদ পড়ে। এখানে অভিজ্ঞতার কোনও দাম নাই। কেউ যদি ম্যাচিউর হয় একই ভুল বারবার করবে না।'


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করেছে। নাঈম শেখ, শামীম পাটোয়ারি, আফিফ হোসেনসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন পজিশনে খেলে দেখিয়েছে নির্বাচকরা।


যদিও শুধুমাত্র নির্বাচকদের দোষ দিতে নারাজ সালাহউদ্দিন। তার মতে, পুরো সিস্টেমেই বেশ কিছু সমস্যা আছে। এক্ষেত্রে শুধু নির্বাচক নয়, সংশ্লিষ্ট ক্রিকেটারের ঘাটতিও দেখছেন সালাহউদ্দিন।


তিনি আরও বলেন, 'একজনকে দোষ দিয়ে লাভ নেই। আমাদের পুরো সিস্টেমটাই গলদ। নির্বাচকরাও যে রুল দেবে সেটাও আসলে সমস্যা। নির্বাচকরা কিন্তু আরও ২-১ জনকে চেষ্টা করেছে দলে নেয়ার জন্যে। তার আগে প্রতিটি সিরিজে অনেক ব্যাটারকে চেষ্টা করেছে নেয়ার জন্যে। এ খেলবে, ও খেলবে, এরে নিয়ে পরিকল্পনা করছে, ওরে ন??য়ে পরিকল্পনা করছে। সাত নম্বরে কাকে খেলাবে, সেখানে দুইজন নিয়ে পরিকল্পনা করেছে। দেখা গেল কেউ পারফর্ম করে নাই।'



'আছা ঠিক আছে। তাহলে ঘুরায় ফিরায় একে নিয়ে যাও। যে ভাগ্যবান তাকে নিয়ে চলে গেল। আমার তো মনে হয় যাদেরকে সুযোগও দিয়েছে, তারাও পারফর্ম করেনি। এখানে সিলেক্টর, প্লেয়ার সবার... (ঘাটতি আছে)। আবার কোচ একটা আনলেন, পারলে সবাইকে পরিবর্তন করে দেয়। তার মতো করে খেলা শুরু করে দিলো। দোষ কারো একার না, দোষ পুরো সিস্টেমের।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball