promotional_ad

বিশ্বকাপ শুরুর ৫ দিন আগে দল ঘোষণা কেন, প্রশ্ন ইমরুলের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

সাদমানের সেঞ্চুরিতে অগ্রণীর হ্যাটট্রিক, হেরেই চলেছে রূপগঞ্জ টাইগার্স

৬ ঘন্টা আগে
৭ বছর পর সেঞ্চুরি করে অগ্রণী ব্যাংককে জেতালেন সাদমান ইসলাম, রিমার্ক হারল্যান স্পোর্টস

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার সর্বশেষ সময়সূচী ছিল গত ২৭ সেপ্টেম্বর। সবগুলো দেশ আগেভাগে স্কোয়াড দিয়ে দিলেও একদম শেষমুহূর্ত পর্যন্ত অপেক্ষা করে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের বিশ্বকাপ ব্যর্থতার পর আলোচনায় উঠে এসেছে স্কোয়াড ঘোষণার প্রক্রিয়াও। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইমরুল কায়েস।


বাংলাদেশ দল থেকে বহু আগেই ছিটকে যাওয়া এই ক্রিকেটারের মতে, বিশ্বকাপ শুরুর অন্তত ১৫ থেকে ৩০ দিন আগে একটি দেশের স্কোয়াড ঘোষণা করা উচিত। সেক্ষেত্রে ক্রিকেটাররা নিজেদের মানসিক প্রস্তুতিও সেরে নিতে পারে।



promotional_ad

ক্রিকফ্রেঞ্জি লাইভে কথা প্রসঙ্গে ইমরুল কায়েস বলেন, 'পৃথিবীর সব দেশকে দেখছি বিশ্বকাপের এক মাস বা ১৫-২০ দিন আগে দলটি দিয়ে দেয়। বা যেকোনো সিরিজ শুরুর এক সপ্তাহ বা দশ দিন আগে টিম ঘোষণা করে দেয়। আমরা কেন এই জিনিসটা পারি না? আমার মনে হয় একটা ছেলে যদি বিশ্বকাপের এক মাস আগে থেকে জানে যে আমরা বিশ্বকাপ খেলব, তাহলে এক মাস আগে থেকে সে ওভাবে চিন্তা করতে পারে। যে আমি বিশ্বকাপে কি করতে পারি।'


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

২ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

'আর একটা ছেলে ধরেন বিশ্বকাপে যাওয়ার ৫ দিন আগে জানল যে আমি বিশ্বকাপে যাচ্ছি, তার দৃষ্টি ভঙ্গিটা কি হতে পারে। তাই না? আমার কাছে মাঝে মধ্যে প্রশ্ন আসে। আমি নাম বলব না, আমাকে একটা ছেলে বলে ভাইয়া আমি জানতাম আমি বিশ্বকাপে যাচ্ছি। বিশ্বকাপে যাওয়ার ৪-৫ দিন আগে আমি দল থেকে বাদ পড়ে গেছি। তো এই প্রক্রিয়াটা কি আমাদের ভালো হওয়া উচিত না?'


এমনটা নিজের সঙ্গেও হয়েছে বলে জানান ইমরুল। ২০১৯ বিশ্বকাপের আগমুহূর্তে বেশ ভালোভাবেই জাতীয় দলের রাডারে ছিলেন ইমরুল। সেবার বিশ্বকাপও খেলার কথা ছিল তার। যদিও মাশরাফি বিন মুর্তজার দলে সেবার জায়গা হয়নি তার।



সেই দলে জায়গা পেয়েছিলেন নিয়মিত ওপেনার তামিম ইকবাল। এ ছাড়া কোচ এবং অধিনায়কের পছন্দে দলের সঙ্গে যাওয়া বাকি দুই ওপেনার ছিলেন লিটন দাস এবং সৌম্য সরকার। এদের মধ্যে লিটনকে অবশ্য মিডল অর্ডারে খেলিয়েছিল বাংলাদেশ।


ইমরুল আরও বলেন, '২০১৯ সালে আমি আশ্বাস পেয়েছিলাম যে আমি কনফার্ম বিশ্বকাপ দলে যাচ্ছি। আমি আমার বিশ্বকাপের ভিশন সেভাবেই সেট করেছি। দল ঘোষণার পর আমি শুনলাম আমি দলে নেই। আমার সমস্ত স্বপ্ন শেষ। আমি আমার জন্য বলছি না কথাটা। যারা খেলবে বা খেলে ওদের জন্য।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball