‘তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয়’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বাংলাদেশের প্রধান কোচ ছিলেন চান্ডিকা হাথুরুসিংহে। তার অধীনে বাংলাদেশ পেয়েছিল বেশ কিছু বড় সাফল্য। যদিও সেই দফায় তার বিদায় সুখকর কিছুই ছিল না। তারপরও বাংলাদেশ দলের হেড কোচ হয়ে ফিরেছেন তিনি। বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতায় তার এই ফেরা নিয়ে সমালোচনা করেছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
এর আগে মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে হাথুরুসিংহের বিদায় 'আদর্শ' ছিল না। বিদায় বেলায় সংবাদ সম্মেলনও করেননি হাথুরুসিংহে। এমনকি দেশ ছাড়ার আগে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে যোগাযোগও করেননি তিনি।
হাথুরুসিংহের অধীনে প্রথমবার পাকিস্তান, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতে বাংলাদেশ। তার অধীনে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে টেস্টেও হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও হাথুরুসিংহের কোচিংয়ে খেলেছিল বাংলাদেশ দল। তারপরও তার অমন বিদায়ের পর আবারও তাকে নিয়োগ দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সালাহউদ্দিন।
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
২ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জির লাইভে সালাহউদ্দিন বলেন, 'ওইদিন একটা পিচ্চি একটা কথা বলসিল, তালাক দিলে কি কাউকে নিয়ে আসতে হয় কিনা। কথাটা ভুল বলে নাই। আমার কোনও দরদ নাই। আমি একটা টিম ফালায় দিয়ে চলে গেলাম। আবার তাকেই আনি আবার এতো আদর যত্ন করে নিয়ে আসলেন। টিমটাকে আমি ফালায় দিয়ে চলে গেলাম, কোনও কারণ ছাড়াই চলে গেলাম।'
'আপনাকে যদি আমি একবার ছেড়ে দিতে পারি, তাহলে দশবারও ছেড়ে দিতে পারব। একটা হচ্ছে কাজের দরদ, আরেকটা হচ্ছে কেউ ছেড়ে দিলো, তাকে আদর আপ্যায়ন দিয়ে নিয়ে আসলাম। সবকিছু চিন্তা করে কাজ করা উচিত।'
সালাহউদ্দিনের মতে, ওয়ানডে ক্রিকেটে যথেষ্ট গোছানো দল ছিল বাংলাদেশের। বিশ্বকাপে বাংলাদেশ বড় দলগুলোর বিপক্ষে হারলেও নেদারল্যান্ডসের বিপক্ষে হার মেনে নিতে পারছেন না বাংলাদেশের এক সময়কার এই সহকারী কোচ।
'দেখেন ওয়ানডেতে আমাদের আশা করার জায়গা ছিল। মানুষের চাওয়া অনেক বেড়ে গিয়েছিল। যেহেতু আমরা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড সবার সাথে জিতেছি। দেখা গেল কেউই আমাদের সাথে পারে না। যে আসে সেই নাকানি চুবানি খাচ্ছে। সেখান থেকে সবাই প্রত্যাশা করবে এটাই স্বাভাবিক। সেখান থেকে মানুষ মানতে পারবে না যে আপনি নেদারল্যান্ডসের সাথে হারবেন।'