promotional_ad

ডাচদের সঙ্গে হার হজম করা কঠিন: সাকিব

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’

১৩ মার্চ ২৫
ফাইল ছবি

সাউথ আফ্রিকাকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার কাছে উড়ে গেলেও কলকাতায় বাংলাদেশের বিপক্ষে জয়ের স্বপ্নই দেখছিল তারা। শেষ পর্যন্ত ডাচদের সেই স্বপ্ন সত্যিই হয়েছে। বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছে ৮৭ রানে। ডাচদের বিপক্ষে এমন হার হজম করা কঠিন বলে মনে করেন সাকিব আল হাসান।


আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও এখন পর্যন্ত বলার মতো কিছুই করতে পারেনি বাংলাদেশ। পরের প্রতিপক্ষগুলো বেশি শক্তিশালী হওয়ায় হারাটা অপ্রত্যাশিত ছিল না। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকার মতো দলের নাম শোনার পর মনকে সাত্বনা দেয়া যেতেই পারে। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বাংলাদেশের সমর্থকরা নিজেদের কিভাবে বুঝানোর চেষ্টা করবেন?



promotional_ad

কাগজে-কলমে ডাচদের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশের। কলকাতায় তাদের বিপক্ষে জয় না পাওয়ার কোন কারণই ছিল। অথচ তাদের সামনেই মুখ থুবড়ে পড়ল সাকিবের দল। বাজে ফিল্ডিংয়ের পরও বোলারদের কল্যাণে নেদারল্যান্ডসকে ২২৯ রানে আটকে দেয়ার পর জয় পাওয়াটা অনুমেয়ই ছিল। কিন্তু টপ অর্ডার, মিডল অর্ডারের নিষ্প্রভ ব্যাটিংয়ে হারতে হলো বাংলাদেশকে।


আরো পড়ুন

জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন

৬ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন খালেদ মাহমুদ সুজন, ক্রিকফ্রেঞ্জি

২৩০ রান তাড়া করতে নামা বাংলাদেশ থামল ১৪২ রানে। দলের হয়ে সর্বোচ্চ রান এসেছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে থেকে, সেটাও মাত্র ৩৫। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার মুস্তাফিজুর রহমানের ব্যাট থেকে। ম্যাচ শেষে সাকিব জানালেন, তারা ডাচদের রীতিমতো ২ পয়েন্ট বিলিয়ে দিয়েছেন।


এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘হ্যাঁ, আমি আপনার সঙ্গে শতভাগ একমত পোষণ করছি। এটা আমি অস্বীকার করতে পারছি না। আমরা ফিল্ডিংয়ে ভালো করতে পারিনি তবে বোলিংয়ে বেশ ভালো করেছিলাম। আমরা আসলে যেভাবে ব্যাটিং করতে পারি কিংবা চাই সেভাবে পুরো টুর্নামেন্টে ব্যাটিং করতে পারিনি।’



‘এটা আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয়। ডাচদের আমরা একেবারে দুই পয়েন্ট দিয়ে দিয়েছি। এটা হজম করা খুবই কঠিন। কিন্তু ক্রিকেটে এটা হতেই পারে। ডাচরা যেভাবে বোলিং করেছে তাতে তাদের কৃতিত্ব দেয়া উচিত। তারা বেশ গোছানো ছিল এবং আমরা বেশ কিছু বাজে শট খেলেছি।’


সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল না আগেও। তবুও নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে পারলে খানিকটা ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে পারতো বাংলাদেশ। তবে সেটা করতে পারেনি সাকিবের দল। ৩১ অক্টোবর কলকাতাতেই পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা। সেই ম্যাচের আগে প্রতিপক্ষকে নিয়ে না ভেবে কিভাবে বাজে অবস্থা থেকে নিজেরা বেরিয়ে আসতে পারে সেটাতে মনোযোগ দিতে চায় বাংলাদেশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball