promotional_ad

আফগানদের বিপক্ষে হেরে ড্রেসিংরুমে কেঁদেছিলেন বাবর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে

১৭ ঘন্টা আগে
রিভার্স সুইপ খেলছেন আঘা সালমান

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে মোট ৭ বারের দেখায় সবগুলোতেই জয় ছিলো পাকিস্তানের। এমন রেকর্ড নিয়ে বাবর আজমের দল খেলতে নেমেছিল আফগানদের বিপক্ষে। কিন্ত বিশ্বকাপের মত বড় পাকিস্তানকে পাত্তা না দিয়ে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। তাদের টপ অর্ডার ব্যাটাররা শাহীন আফ্রিদি, হারিস রউফদের কাঁদিয়ে ছেড়েছে। এমন পরাজয়ে চোখের পানি ধরে রাখতে পারেননি দলটির অধিনায়ক।


বিশ্বকাপের শুরটা অবশ্য দারুণ ভাবেই করেছিল বাবর বাহিনী। প্রথম দুই ম্যাচেই নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পায় তারা। কিন্ত ভারতের বিপক্ষে বাজে ভাবে হারে দলটি। যদিও সেই ম্যাচেও দারুণ খেলছিল পাকিস্তান ব্যাটাররা। কিন্ত ১৫৫ রানের পর মাত্র ৩৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে দলটি। এরপর আফ্রিদি, রউফদের তুলো ধুনো করে ৭ উইকেটের জয় পায় ভারত।



promotional_ad

পরের ম্যাচে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৬২ রানে হেরেও আরও চাপে পরে বাবররা। সবশেষে আফগানিস্তানের বিপক্ষেও প্রথম হার। সেই ম্যাচ রেকর্ড গড়ে মাঠে বেশ আনন্দে ছিলো আফগান ক্রিকেটাররা। তবে পাকিস্তানের ড্রেসিং রুমের চিত্রটা ছিলো একদম ভিন্ন। পাকিস্তানের একটি মিডিয়াকে দলটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ জানান ম্যাচ শেষে ড্রেসিং রুমের কেঁদেছিলেন বাবর।


আরো পড়ুন

বাবর-রিজওয়ানদের বাদ দেয়ার ব্যাখ্যা দিলেন পাকিস্তান কোচ

৫ মার্চ ২৫
বাবর আজম (বামে) ও মোহাম্মদ রিজওয়ান (ডানে), ফাইল ছবি

সামা টিভির একটি শোতে ইউসুফ বলেছেন, 'আমি সংবাদ সম্মেলনে দেখেছি এবং আমি অন্য সময়েও এটি লক্ষ্য করেছি যে, বাবর বেশ বিব্রত ছিল। আমি শুনেছি, আফগানদের কাছে ওই হারের পর বাবর কেঁদেছে। আসলে এখানে বাবরের একার কোনও দোষ নেই। পুরো টিম এবং ম্যানেজমেন্ট এর সঙ্গে জড়িত। আমরা বাবরের এই কঠিন সময়ে ওর পাশেই আছি। সমগ্র দেশের মানুষও ওর পাশে রয়েছে।'


এদিকে লম্বা সময় ধরেই বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিছুদিন আগেও সাবেক পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক বলেছেন অধিনায়কত্ব থেকে সরিয়ে দিতে। কারণ বাবারের অধীনে দলের কোনও উন্নতি নেই। এদিকে বিশ্বকাপ শেষে পাকিস্তান দলের অধিনায়কত্ব থেকে বাবরকে সরিয়ে দেয়ার গুঞ্জনও চলছে বেশ। দলের এক গোপন সূত্র অনুসারে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে মিরাকল করে সেমিতে যেতে পারলেই বেঁচে যাবেন বাবর।



পিটিআই জানিয়েছে, 'এই মুহূর্তে বিশ্বকাপে পাকিস্তান একটা মিরাকল করে সেমিফাইনাল নিশ্চিত করতে পারলেই, বাবরের অধিনায়কত্ব বেঁচে যেতে পারে। হয়তো শুধুমাত্র লাল বলের ক্রিকেটেই তাকে অধিনায়ক হিসাবে রাখা হতে পারে তাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball