promotional_ad

নাহিদার ৫ উইকেটের পর মুর্শিদা-জ্যোতির ব্যাটে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের মেয়েদের সূচি

১৪ মার্চ ২৫
আইসিসি

নাহিদা আক্তারের ঘূর্ণির সামনে পাকিস্তানের ব্যাটাররা সেভাবে দাঁড়াতেই পারেননি। বাঁহাতি এই স্পিনারের ৫ উইকেটের সুবাদে পাকিস্তানের মেয়েদের মাত্র ৮২ রানে আটকে দেয় বাংলাদেশের মেয়েরা। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে জয় পেতে বাংলাদেশকেও খানিকটা কষ্ট করতে হয়েছে। শুরুতে মুর্শিদা খাতুনের ব্যাটিংয়ের পর শেষ দিকে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন নিগার সুলতানা জ্যোতি। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগ্রেসরা।


জয়ের জন্য ৮৩ রান তাড়া করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। দলীয় ১২ রানেই উইকেট হারায় স্বাগতিকরা। নিদার দারুণ থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন ৫ রান করা শামীমা। এরপর বাংলাদেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন মুর্শিদা ও সোবহানা মোস্তারি।



promotional_ad

যদিও তাদের জুটি বড় হতে দেননি উম্মে হানি। ডানহাতি এই অফ স্পিনারের বলে নাটালিয়ার হাতে ক্যাচ দিয়েছেন ১৬ রান করা সোবহানা। অনেকটা সময় টিকে থাকা মুর্শিদা ফিরেছেন ৪০ বলে ২৩ রানের ইনিংস খেলে বেশিক্ষণ টিকতে পারেননি স্বর্ণা আক্তার। ডায়না বাগের বলে বোল্ড হয়েছেন ২ রান করা এই ব্যাটার।


জয়ের আগে রান আউটে কাটা পড়েছেন ৬ রান করা সুলতানা খাতুন। তবে বাংলাদেশকে ৫ উইকেটের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন নিগার সুলতানা জ্যোতি। বাংলাদেশের অধিনায়ক অপরাজিত ছিলেন ২৬ রানের ইনিংস খেলে। তাকে সঙ্গ দেয়া রিতু মনি অপরাজিত ছিলেন ৪ রানে।

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তানের মেয়েরা। ইনিংসের চতুর্থ ওভারে উইকেট হারায় তারা। নাহিদা আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন সিদরা আমিন। পাকিস্তানের এই ওপেনার আউট হয়েছেন ৪ রানে। আরেক ওপেনার মুনিবা আলী সিদ্দিকী ১৬ রানের বেশি করতে পারেনি।


তাকেও ফিরিয়েছেন নাহিদা। এরপর পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করেছেন বিসমাহ মারুফ এবং নিদা রশিদ। তাদের দুজনের ৩১ রানের জুটি ভাঙেন রাবেয়া খান। পরের ওভারে আউট হয়েছেন বিসমাহও। রাবেয়ার দারুণ থ্রোতে রান আউট হয়েছেন ২০ রান করা পাকিস্তানের সাবেক অধিনায়ক।



শেষ দিকে নাটালিয়া পারভেইজের ১৫ রান ছাড়া কেউই কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত পাকিস্তান অল আউট হয় ৮২ রানে। বাংলাদেশের হয়ে মাত্র ৮ রান দিয়ে একাই ৫ উইকেট নিয়েছেন নাহিদা। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সুলতানা খাতুন, রাবেয়া এবং স্বর্ণা আক্তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball