ডি ককের অবসরের সিদ্ধান্ত দুঃখজনক: ক্লাসেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বের সেরা হতে চাই: ক্লাসেন
২ মার্চ ২৫
চলতি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন সাউথ আফ্রিকান ব্যাটার কুইন্টন ডি কক। শুধু তাই নয়, আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় বর্তমানে তিন নম্বরে অবস্থান করছেন বাঁহাতি এই ব্যাটার। কিন্ত এমন ছন্দে থেকেও বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় জানাবেন ডি কক। বিশ্বকাপের আগে নেয়া তার এমন সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তারই সতীর্থ হেনরিখ ক্লাসেন।
এর আগে ২০২১ সালে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানিয়েছিলেন ৩১ বছর বয়সী এই উইকেটরক্ষক। এবার বিশ্বকাপের পর ওয়ানডেকে বিদায় জানালেও চালিয়ে যাবেন টি-টোয়েন্টি। ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থেকেও ওয়ানডেকে বিদায় জানানোর কারনটা অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগ। কিছুদিন আগে সেটা অকপটেই স্বীকার করেছেন ডি কক। তিনি মনে করেন ক্যারিয়ারের শেষ দিকে আছেন তিনি। ফলে অবসর নেয়ার এটাই সঠিক সময়।

অবশ্য ডি ককের পারফরম্যান্স তার সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে এখনই। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৪০৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আসরে এখন পর্যন্ত ৫ ম্যাচে তিনটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করেছেন ডি কক। যেখানে বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে করেন ১৭৪ রান। এমন ছন্দে থেকে তার অবসর সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ডি ককের সতীর্থ ক্লাসেন।
পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ
৮ মার্চ ২৫
ডি ককের অবসর নিয়ে স্টার স্পোর্টসকে ক্লাসেন বলেন, 'তাকে (ডি কক) অবসর না নেয়ার জন্য বোঝানোটা কঠিন হবে। সে আমাদের জন্য অসাধারণ (ক্রিকেটার) ছিলেন। গত কয়েক বছর সে সাউথ আফ্রিকার জন্য দুর্দান্ত খেলেছে। তার চলে যাওয়াটা বেশ দুঃখজনক। তবে আশা করি সে ভালো ভাবেই শেষ করবে (ক্যারিয়ার)। সে (চলতি) টুর্নামেন্টে বেশ দুর্দান্ত ছন্দে রয়েছে।'
এদিকে চলতি বিশ্বকাপে শুধু ডি কক নয়, বরং সমগ্র প্রোটিয়া দল দারুণ ছন্দে রয়েছে। নেদারল্যান্ডসের বিপক্ষে অঘটন ছাড়া প্রতি ম্যাচেই প্রতিপক্ষ বোলারদের উড়িয়ে দিয়েছে প্রোটিয়া ব্যাটাররা। প্রায় প্রতি ম্যাচেই তিনশ'র অধিক রান তুলছে দলটি। পাঁচ ম্যাচের চারটিতে জিতে ইতোমধ্যে সেমির পথে দলটি। তাদের এমন পারফরম্যান্সে বেশ উচ্ছ্বসিত সাবেক প্রোটিয়া তারকা ফাফ ডু প্লেসি।
সাবেক এই প্রোটিয়া ব্যাটার বলেন, 'আমি অত্যন্ত গর্বিত। আপনি এই ছেলেদের দিকে তাকান, তারা এই মুহূর্তে কিভাবে খেলছে। আমি তাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে খেলেছি। এবং দেখছি তারা নিজেদের (পারফরম্যান্সের) শীর্ষ পর্যায়ে খেলছে। আমি তাদের খেলার বিশাল ভক্ত।'